আন্দোলনরত কৃষকদের সমর্থনে দেগঙ্গায় মশাল মিছিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210214-WA0046

রবিবার সন্ধ্যায় দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে ও কেন্দ্রীয় কালা কানুন কৃষি আইন বাতিলের দাবিতে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে দেগঙ্গার হামাদামা বাজারে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে

মিছিল থেকে নরেন্দ্র মোদী সরকারের তিন কৃষি আইন বাতিলের জোরালো আওয়াজ উঠে।

মিছিলে উপস্থিত হয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান। তিনি বলেন কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে দিল্লিতে ধারাবাহিক কৃষক আন্দোলন মোদি সরকারের হিটলারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। তাঁদের এই ঐতিহাসিক আন্দোলনকে আমরা বারবার সমর্থন করেছি। আমরা আজ এই মিছিল থেকে কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবি করছি। এবং সাধারণ মানুষকে সর্বত্র কৃষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অজয় সাধুখাঁ, আলী আকবর, মুফতি রুহুল আমিন, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর