কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিসসহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_616048625782999

 

পারভেজ হোসেন
এনবিটিভি নিউজ ডেস্কঃ

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের সাথে চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী ফেরি সার্ভিস ও একটি চারতলা মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ (পিরোজপুর-২) আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেরী সার্ভিসের উদ্বোধন করেন।

এ ফেরি সার্ভিস চালুর ফলে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বইছে। তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হচ্ছে এ সেবা চালুর ফলে। আজ থেকে ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

পিরোজপুর নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এর আগে সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন দারুচ্ছুন্নাত সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর