খুলনার কপিলমুনি খাদ্যে পণ্যে ভেজাল ৩ ব্যবসায়ীর জরিমানা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound1091574269904830522

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-খুলনার কপিলমুনি খাদ্যে পণ্যে ভেজাল দেয়ার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিজ্ঞ আদালত। নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর বাদী হয়ে আদালতে মামলা ৩টি করেন।
উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল জানান, খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন সময় এসব মামলা দায়ের করেন।
রবিবার (২২ আগস্ট) পাইকগাছা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল সি,আর-১৫০/২১ মামলায় উপজেলার কপিলমুনি বাজারের ব্যবসায়ী অরুপ দত্ত কাপড়ের রং মেশানো পাঁখামিঠাই বিক্রির দায়ে ১০ হাজার টাকা, সি,আর-৮৯/২১ মামলায় কপিলমুনি বাজার গুড় ব্যবসায়ী পরিতোষ কুমার পালকে ৫ হাজার টাকা এবং সি, আর-৯০/২১ মামলায় উপজেলার মালত গ্রামের ফজলু মোড়ল গুড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
অনাদায়ে আরুপ কুমার দত্তকে কে ৬ মাসের জেল, পরিতোষ কুমার পলককে ৩ মাস ও ফজলু মোড়লকে ৩মাসের জেল প্রদান করেন। তারা প্রত্যেকে স্ব স্ব আইনজীবির মাধ্যেমে জরিমানার টাকা আদালতে দিয়ে খালাস পেয়েছেন বলে আইনজীবী আমজাদ হোসেন জানান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর