খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound304302772037962813

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পাইকগাছায় ভ্রাম্যমান আদালত রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন। ঘটনাটি গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড এলাকার । রুস্তম উপজেলার চরমলই গ্রামের আকবর আলী মোড়লের ছেলে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার (২২ আগস্ট) ভোর আনুমানিক ছয়টায় গদাইপুর গ্রামের মিজানুর রহমানের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্থানীয় মক্তবে পড়তে যাচ্ছিল। পথিমধ্যে কাজীপাড়া ক্রসরোড এলাকায় পৌছালে পার্শ্ববর্তী চরমলই গ্রামের রুস্তম আলী মোড়ল মেয়েটির গতিরোধ করে তার মুখ চেপে ধরে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুসল্লীরা ঘটনাস্থল হতে মেয়েটিকে উদ্ধার করে এবং রুস্তমকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এরপর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামি রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এনে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর