চলনবিলের ইতিকথা গ্রন্থের লেখক অধ্যক্ষ আঃ হামিদের ১৫তম মৃত্যুবার্ষিকী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

inbound488398202976397008

সৌরভ সোহরাব,সিংড়া,নাটোর,প্রতিনিধিঃ
আজ ২৪ আগষ্ট চলনবিল ইতিকথা গ্রন্থের লেখক অধ্যক্ষ আব্দুল হামিদ স্যারের ১৫ তম মৃত্য বার্ষকী । ২০০৬ সালের ২৪ আগষ্ট আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যক্ষ আব্দুল হামিদ ১৯৩০ সালের ১মার্চ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত খুবজিপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম দবির উদ্দিন সরদার। কর্ম জীবনে তিনি রংপুর কারমাইকেল কলেজ,পাবনার এডওয়ার্ড কলেজ ও বগুড়ার আজিজুল হক কলেজ সহ দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
সাহিত্য জীবনে তিনি ২৬টি গ্রন্থ রচনা করেছেন। তবে তাঁর বিখ্যাত চলনবিলের ইতিকথা বইটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে। চলনবিলের ইতিকথা বইটির জন্য চলনবিলবাসী তাঁর কাছে বিশেষ ভাবে ঋনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর