চীনা পণ্য বর্জন করায় ভারতে বাড়ছে ঔষধের ও কাঁচামালের দাম:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_2020-06-22-11-05-42-006_com.facebook.katana

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার, এনবিটিভি।

চীনকে প্রতিহত করার জন্য ভারত কী সিদ্ধান্ত নিবে যেন বুঝতে পারছে না। অবশেষে চীনা পণ্য বর্জনের ঘোষণা দিয়ে ভারত এবার নিজেই বেশ বড় বিপদেই পড়েছে। টিভি ফ্রিজ নয়, এবার ওষুধের কাঁচামালের দাম বাড়ায় ভারতীয়দের গুণতে হচ্ছে বাড়তি অর্থ। কেননা তুলনামূলক সস্তা হওয়ায় ওষুধ তৈরির কাঁচামালের ৮০ শতাংশই ভারত আমদানি করতো চীন থেকে। কিন্তু ভারত কর্তৃক বর্জন ঘোষণায় চীন আর পণ্য দিচ্ছে না ভারতকে।

ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, উত্তরাখণ্ডে শতাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। সেখানকার এক শীর্ষ ওষুধ উৎপাদক সংস্থার কর্ণধার জানিয়েছেন, গালওয়ান উপত্যকার ঘটনায় চীন বয়কটের ডাক ওঠার জেরে ওষুধের কাঁচামাল সরবরাহকারী সংস্থাগুলো রাতারাতি ৩০ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে। তারা সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিলেও মূলত অনৈতিক উপায়ে লাভবান হওয়ার জন্যই এগুলো করা হচ্ছে বলে মত এ ব্যবসায়ীর।
১৫ জুন পূর্ব লাদাখে চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত। এরপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চীনের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি পোড়ানোর পাশাপাশি দাবি উঠেছে চীনা পণ্য বয়কটের। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে দেশটির ওষুধশিল্পে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর