বঙ্গে বর্ষার প্রবেশ, কলকাতা সহ জেলায় জেলায় চলবে বৃষ্টি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200612-WA0003

এনবিটিভি ডেস্ক: সামান্য দেরি হলেও অবশেষে বর্ষা ঢুকে পড়ল বাংলায়। বুধবারের পরিবর্তে শুক্রবারই বাংলায় প্রবেশ করবে বর্ষারানি, এমনটাই পূর্ভাবাস দিয়েছিল আবহবিদরা। এই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়েই রাজ্যে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। ফলে শুক্রবার সকাল থেকেই আকাশ কালো করে ঝেঁপে নেমেছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। এরসঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপরেখা তৈরি হয়েছে, যার জেরে ওডিশা উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এই নিম্নচাপের টানেই মৌসুমী বায়ু আরও সক্রিয় রাজ্যের দিকে এগোচ্ছে বলেই দাবি আবহবিদদের। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হবে।

একইভাবে হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নাদিয়া, হুগলিতেও বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি হবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আপাতত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি তৈরি হচ্ছে কলকাতা পুরনিগমও। বিভিন্ন পাম্পিং স্টেশনগুলিকেও তৈরি রাখা হচ্ছে। পুরকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। বেশি বৃষ্টি হলেও যাতে কলকাতার রাস্তায় জল জমতে না পারে সেদিকে কড়া নজর রাখবেন পুর আধিকারিকরা। তবে রাজ্যে বর্ষা চলে আসায় সবচেয়ে বেশি চিন্তিত অফিসযাত্রীরা। কারণ করোনা সংক্রমণের জেরে এখনও বন্ধ লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। এই পরিস্থিতিতে একমাত্র ভরসা সরকারি ও বেসরকারি বাস। কিন্তু বাসভাড়া বৃদ্ধির দাবিতে এখনও বেশিরভাগ বেসরকারি বাস রাস্তায় নেই। ফলে রাস্তায় নেমে প্রতিদিনই নাকাল হচ্ছেন অফিসযাত্রীরা। এর ওপর বর্ষার বৃষ্টির জেরে আরও সমস্যায় পড়বেন বলে তাঁরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর