বাফুফের এবারের আয়োজন ফুটবলারদের ফিটনেস ক্যাম্প।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_743425023086997

গাজী সালাহউদ্দীন।

স্টাফ রিপোর্টার:-

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের আর বাকি মাত্র চার ম্যাচ। আর এই বাকি চার ম্যাচ সামনে রেখেই আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবলারদের জন্য ফিটনেস ক্যাম্প শুরুর আশা ব্যক্ত করেছেন বাফুফের ন্যাশনাল টিম কমিটি। আগস্টের মধ্যবর্তী সময়ে জেমি ডে এসে এক সপ্তাহ আইসোলেশনে থেকে ক্যাম্প শুরু করবেন বলে জানিয়েছেন।তবে বাফুফের সভাপতি কাজি মো. সালাহউদ্দীন আগস্টের আগেই ক্যাম্প শুরুর আশা ব্যক্ত করেছেন। কারণ বহুদিন যাবত ফুটবলার রা প্রাকটিস থেকে দূরে আছে এতে তাদের ফিটনেস ধরে রাখা কষ্টকর হয়ে পড়ছে।তাই ক্যাম্প শুরুর আগে তিনি একজন সুদক্ষ ট্রেইনার দিয়ে প্লেয়ারদের ফিটনেস ট্রেনিং করাতে চান। এই লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের ২৭জন খেলোয়াড় নিয়ে মতবিনিময় করেন কাজী সালাহউদ্দীন। সেখানে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকী ০৪ম্যাচকে।বাফুফের সভাপতি কাজি মো.সালাহউদ্দীন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ০৮অক্টোবর আমাদের ম্যাচ শুরু হবে,দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে,কি করতে হবে সেটা তোমরা খুব ভালো করেই জানো।তোমাদের ফিটনেস লেভেল বাড়ানোর জন্য দরকার হলে এ মাসেই একজন ট্রেইনার এনে কাজ শুরু করে দেব। আমি এ নিয়ে কথা বলবো ন্যাশনাল টিমস কমিটির সাথে।

Nbtv.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর