রতুয়ায় বড়ধাক্কা তৃণমূলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-02-18 at 1.29.47 PM

সেখ সাদ্দাম, রতুয়াঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ছদিনের মধ্যে কলকাতায় গিয়ে দলবল নিয়ে বিজেপিতে যোগ দিলেন মালদহের রতুয়া বিধানসভার দাপুটে নেতা শেখ ইয়াসিন। বুধবার বিকালে কলকাতায় গিয়ে বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে দলবদল করেন তিনি। তার দাবি, এদিন তৃণমূল ছেড়ে তাঁর সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ জন প্রতিনিধি নিয়ে মহকুমার দেড়শো জন জনপ্রতিনিধি বিজেপিতে যোগ দিলেন। একসঙ্গে শতাধিক জনপ্রতিনিধির দলবদল নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
ইয়াসিন রতুয়ার বাহারালের বাসিন্দা। একসময় তিনি বামেদের ছত্রছায়ায় দিলেন। দল টিকিট না দিলে নির্দল থেকে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন তিনি। পরে যোগ দেন তৃণমূলে। এবারে তাঁর স্ত্রী পায়েল খাতুন জেলা পরিষদে জয়ী হয়ে কর্মাধ্যক্ষ হন। এবারের বিধানসভা নির্বাচনে টিকিটের দাবিদার ছিলেন ইয়াসিন। দলের সবুজ সংকেত মেলে নি। ফলে তাঁর আচমকা দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর