লকডাউনে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিতে চেয়েছিল পাক প্রধানমন্ত্রী, ইমরানের প্রস্তাব ফেরাল ভারত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200612-WA0005

এনবিটিভি ডেস্ক: লকডাউনে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের হাতে নগদ সাহায্য পৌঁছনোর ব্যাপারে পাক প্রধনামন্ত্রী ইমরান খানের কারিগরি সহায়তার প্রস্তাব উড়িয়ে দিল ভারত। ভারতের মতে, ঋণে জর্জরিত একটা দেশের কাছ থেকে সাহায্য নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তাছাড়া, শুধুমাত্র ভারতের আর্থিক উৎসাহদান প্যাকেজ পাকিস্তানের ডিজিপির সমান। পাকিস্তান দেশের বাইরে জঙ্গিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থসাহায্য করে।

অন্যদিকে, একদিনে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬,৩৯৭ জন। সবমিলিয়ে শুক্রবার মোট সংক্রমিত ১,২৫,৯৩৩। এদিনই পেশ হচ্ছে পাকিস্তানের বাজেট। সেদেশে এখন জিডিপি মাইনাস .৩৮ শতাংশ। ইমরান বৃহস্পতিবার ভারতের সঙ্গে তাঁদের নগদ অর্থবিনিময় প্রকল্প এহসাস চালু করতে চান। পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, লকডাউনের ফলে ভারতের ৮৪ শতাংশ নাগরিকের মাসিক রোজগার কমে গিয়েছে। পেনসিলভেনিয়া, শিকাগো বিশ্ববিদ্যালয় ও মুম্বইয়ের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র একটি সমীক্ষার ভিত্তিতে ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের ৩৪ শতাংশ পরিবার সাহায্য ছাড়া এক সপ্তাহও টিঁকে থাকতে পারবেন না।

ইমরান টুইটে বলেছেন, ক্যাশ ট্রান্সফারের ভিত্তিতে তিনি ভারতকে সাহায্য করতে ইচ্ছুক। তাঁর এই এহসাস প্রকল্প আন্তর্জাতিক স্তরে স্বচ্ছতা ও ব্যাপকতার জন্য প্রশংসিত হয়েছে। তাঁর দাবি, পাকিস্তানে এক কোটি পরিবারকে ৯ সপ্তাহের মধ্যে ৫,৫৩৩ টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, মে মাসে ভারত ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। জরুরি ভিত্তিতে গরিব, পরিযায়ী শ্রমিক, মহিলা, অশক্তদের জন্য নগদ ও খাবার দিতে ১ লাখ ৭০ হাজার কোটি টাকাও দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর