লাদাখ সীমান্তে বাড়তি সেনা পাঠাচ্ছে ভারত

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200621-WA0004

এনবিটিভি ডেস্ক: লাদাখ সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত। বাড়তি আরও ২ হাজার সেনা ভারত-চিন সীমান্তে পাঠানো হচ্ছে বলে খবর। সীমান্তে চিনা হামলার পর অতিরিক্ত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সদেশের নানা প্রান্ত থেকে আইটিবিপির জওয়ানদের লাদাখ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। চিনা সীমান্তের ৩,৪৮৮ কিলোমিটার সীমান্তে পাহারার দায়িত্বে আইটিবিপি।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং জানিয়েছেন, ১৫ জুনের সংঘর্ষে মারা গিয়েছে চিনের ৪০ জনেরও বেশি জওয়ান। তাঁর কথা, চিন মৃতের সংখ্যা লুকোচ্ছে। ১৯৬২ সালেও তারা তা করেছিল। ভি কে সিংয়ের আরও দাবি, ভারতও বন্দি চিনা জওয়ানদের মুক্তি দিয়েছে।

চিনের সিনিয়র কর্নেল ঝাং শুইলি মঙ্গলবার বলেছিলেন, সংঘর্ষে দুপক্ষেরই জওয়ানরা হতাহত হয়েছেন। তবে কোনও সংখ্যা বলেননি তিনি।

এরই পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভারত ও চিন দুপক্ষের সঙ্গেই কথা বলছেন। সেখানে সমস্যা বড়। চেষ্টা করছেন বিবাদ মেটাতে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর