সামাজিক দূরত্ব না মেনেই বসছে যশোরের সবচেয়ে বড় গরুর হাট:

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_707489853404503

মোঃ সোহাগ,প্রতিনিধি, এনবিটিভি।

যশোরে প্রতিনিয়ত করোনা নিজ গতিতে ছুটছে ,যার কারণে রেডজোনের আওতায় রয়েছে যশোর৷ প্রশাসনের নির্দেশে চলছে জোন ভিত্তিক লকডাউন৷ তার মধ্যে দিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ছুটে চলেছে নাভারন সাতক্ষীরা রোড সংলগ্ন বাংলাদেশের বৃহত্তর সাতমাইল গরু হাট ৷ এ যেন জনসভার মজলিসে পরিণত হয়েছে৷

সামাজিক দুরত্বের লেশমাত্র নেই সাতমাইলের গরু হাটে ৷ ঠেলাঠেলি করেও পৌছাতে পারবেন না বাজারের মধ্যে, এমন কী মেইন রোড দিয়ে হেটে যাওয়া যেন অসম্ভব ব্যপারে পরিণত হয়েছে৷

সাতমাইল গরু হাটের কোন ব্যবসায়ীই মানছেন না সামাজিক দুরত্ব ৷প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকার তোয়াক্কা না করেই ফ্রি স্টাইলে চলছে কেনা বেঁচা৷ অনেকে নিজ সন্তানদের নিয়ে এসেছেন গরু বেঁচা কেনা করতে৷

সচেতন এলাকাবাসী মনে করছেন,যশোরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে, সাতমাইল গরু হাটের ব্যবসায়ীদের সচেতনতার অভাব৷

গরু কেনাকাটার জন্য ব্যবসায়ীরা যেভাবে দূরদূরান্ত থেকে আসছে তা সত্যিই বিপদজ্জনক ৷এভাবে অসচেতনতার সহিত কেনাবেঁচা অব্যাহত থাকলে যশোর মৃত্যুপুরীতে পরিণত হতে বেশি সময় নিবে না ৷এজন্য যশোর জেলা প্রশাসক ও প্রশাসনের সুনজরে রাখার অনুরোধ করছি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর