মুসলিমদের গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এবং অপরাধী সাব্যস্ত করতে বিতর্কিত বিল পাস আসামে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

stray-cows

 

আসাম রাজ্যের বিধানসভায় পাস হয়েছে বিতর্কিত গরু সংরক্ষণ সম্পর্কিত বিল। সেখানে মন্দিরের পাঁচ কিলোমিটার পরিধির আশপাশে গরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিধানসভায় স্পিকার বিশ্বজিৎ দাইমারি গতকাল শুক্রবার (১৩ আগস্ট) গরু সংরক্ষণ বিল, ২০২১ পাস হয়েছে বলে ঘোষণা দেন।

বিল প্রসঙ্গে আসাম মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে বারাক গ্রামে গো মাংস নিয়ে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে। ওই এলাকায় এমনকি মন্দিরেও গো মাংস পাওয়া গেছে। এই বিলের কোনো বাজে উদ্দেশ্য নেই। ধার্মিক মুসলিমরা এ নিয়ে কোনো আপত্তি তুলেনি।

এনডিটিভি জানায়, পাশ করা বিলে নিষিদ্ধ করা হয়েছে বাছুর থেকে শুরু করে ১৪ বছরের কম বয়সী গরু জবাই। সেইসঙ্গে পুরুষ ও স্ত্রী ষাঁড় ও মহিষ, গরু, গাভী, বাছুর, বকনা বাছুর ইত্যাদিকে গরু হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় গরু পরিবহন না করার নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গরু পরিবহন করতে হলে আগে থেকে প্রশাসনের অনুমতি নিতে হবে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুমতিপত্র সঙ্গে নিয়ে গরু পরিবহন করতে হবে।
সূত্র : ইত্তেফাক

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর