আব্বাস সিদ্দিকী ও আসাদুদ্দিন ওয়াইসির জোটে চিন্তায় শাসক দল, তড়িঘড়ি তহা সিদ্দিকীর কাছে মন্ত্রী মলয় ঘটক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210104-WA0027

আলিনুর মন্ডল, বসিরহাট:  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নতুন করে পারদ বাড়িয়ে দিলো আব্বাস সিদ্দিকীর সাথে মিম সুপ্রিম আসাদুদ্দিন ওয়াইসির বৈঠক কে ঘিরে.

দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় এলেন ওয়াইসি সাহেব. তিনি বঙ্গে এসে সোজা আব্বাস সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেন এবং 2021 বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে গোলটেবিল বৈঠক করেন। ওয়াইসি সাহেব বৈঠক শেষে সাংবাদিক দের মুখ মুখি হয়ে জানান যে আব্বাস সিদ্দিকী যে সিদ্ধান্ত নেবেন তিনি তার সাথে সহমত এবং আব্বাস কে সামনে রেখে মিম নির্বাচনে অংশ নেবে।

আব্বাস এবং ওয়াইসি সাহেবের এই জোট কে নিয়ে চিন্তায় পরে যাই বর্তমান শাসক দল. মুসলিম ভোট ধরে রাখতে তাই তড়িঘড়ি ফুরফুরা শরীফের আর এক পীরজাদা তোহা সিদ্দিকীর সাথে বৈঠক করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মলয় ঘটক.
তবে দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয় সে বিষয়ে কেও ই মুখ খোলেনি.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর