বিমানে উঠতে বাধা কাশ্মীরি নেতাকে. ফেরানো হল দিল্লি বিমান বন্দর থেকে. দুবাই যাওয়া হল না প্রাক্তন বিধায়কের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201114-WA0006

এনবিটিভি: বন্দিদশা ঘুচেছে. তবে এখনও বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ওঠেনি. সেই করণেই বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল এক কাশ্মীরি নেতাকে।

পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রাক্তন বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি,তাঁর সঙ্গে পরিবারের অন্যান্য লোকজনও ছিলেন। বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে আটকানো হয় তাঁকে, জানিয়ে দেওয়া হয় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বিদেশ ভ্রমণ করতে পারবেন না তিনি. পহেলগামের এই প্রাক্তন বিধায়ক বলেন, কেন আমাকে আটকানো হল অভিবাসন আধিকারিকের কাছে তা জানতে চেয়েছিলাম. কোনও সদুত্তর পাইনি. তারপরেই পরিবারের লোকজনকে দুবাই চলে যেতে বলি. ঘন্টা তিনেক বসিয়ে রেখে আমাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়।


কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ হওয়ার পর সেখানকার নেতাদের গতিবিধির ওপর নজরদারি চলছে. ন্যাশনাল কনফারেন্স সহ 37টি দলের একটি তালিকা তৈরি করে প্রশাসন. প্রথমে তিন মাসের জন্য তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞআ জারি করা হয়. পরে তা বাড়ানো হয়. তবে আপাতত ওই তালিকায় 33 জনের নাম রয়েছে.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর