অরব যাত্রা – নাফিসা খান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200928-WA0008

পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে অনেকটা পথ অরব হেঁটেছি,

এখনও গতানুগতিক হারে কড়া নাড়ে দুঃসময় চেঙ্গিস,
হাড় ভাঙা লড়াইয়ে রক্ত সিক্ত পাঁজর, অন্নের সন্ধানে ক্লান্ত, অবসন্ন, প্রতিবাদের মানসিকতা থেকে দূর- ডিজিটালাইজেশনে খুঁজে চলেছে গ্লানির ওধুষ।

অন্তিম প্রচেষ্টাও লুন্ঠিত,পশ্চাৎ প্রাচীরে ধাক্কা খেয়ে আহত, জর্জরিত খাঁচায় জমেছে অন্ধকার।
শেষের পরেও যদি কোনো শেষ থাকে সেই আশায় তসবি গোনে আলতামাস,
অবোধের প্রর্থনা, ভিক্ষুকের কাছে ভিক্ষা!

ওরা জানে ইতিহাস, ধর্ম, যুগাবতার, দর্শন, সাহিত্য সম্ভার,
কনিফের হাড় তুলে ধর্ম যাচাই করে সভ্য উন্মাদ!
উপত্যকায় বসে অস্থির চুরুটে মত্ত, হাড়বজ্জাত!
বেঁচাকেনার দরকষাকষিতে বিশ্বাস!
কারা যেন মেকি মেকি ভাব করে, চৌকাঠ পার করার অছিলায় মনোরোগে ভোগে!
জনপথে অস্তিত্বের দলিল দস্তাবেজ নিয়ে একদল হাহাকর করে, কাটা ছেঁড়ার ভগ্নশেষে, মাটি আকঁড়ে ধরার প্রচেষ্টা, রাতের নিদ্রা কাড়ে।

মাশুলের পালায় রক্ত চক্ষুর আড়ালে জমেছে মনুষ্যত্বের চাদরে আবৃত অহিংস বাদ,
তরুণ প্রতিধ্বনি লৌহকারা রুদ্ধ, অবিচল স্বচ্ছতার অভিযান?
বিচারের কলমে জমেছে কার্বন, বিক্রি ময়দান!
তবুও হাসে পাগলা কেশু ভর্তুকির বিনিময়ে, ভোটের নবান্নোৎসবে!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর