আসামের ডিব্রুগড়ে এবার মা দুর্গার মূর্তি পূজো নয়, হবে শুধুমাত্র ‘ঘট পুজো’

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200918-WA0025

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন, আসাম: করোনা মহামারীর পরিস্থিতির কারনে এবার দুর্গা পুজোয় আসামের

ডিব্ৰুগড় এ ঘটা করে মায়ের মূর্তি পূজা নয় শুধুমাত্র বৈদিক নিয়ম মেনেই করা হবে পুজো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ডিব্ৰুগড় প্রশাসন। এ বৈঠক করেন ১২ সেপ্টেম্বর। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবছর মায়ের মূর্তি নয়, বৈদিক রীতিনীতি মেনে করা হবে পুজো। ডিওআই কমিশনর পল্লব গােপাল ঝা জানিয়েছেন, সমস্ত পুজো কমিটিগুলি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছ যে, এ বছর মূর্তিপূজার বদলে বৈদিক নিয়মে ঘটে পূজার অনুষ্ঠান আয়ােজন করা হবে।
প্রসঙ্গে ডিওআই কমিশনার পল্লব গােপাল ঝা -এর অফিসে সমস্ত দুর্গা পুজো কমিটির সদস্যের একটি বৈঠক হয় ৷
তবে যে সমস্ত মন্দিরে আগে থেকেই মূর্তি প্রতিস্থাপিত রয়েছে সেখানে করোনাভাইরাস-এর কথা মাথায় রেখে সােশ্যাল ডিসটেন্সিং ও স্যানিটাইজেশনের নিয়ম মেনে পুজো করার অনুমতি দেওয়া হবে।

পল্লব গােপাল ঝা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারনে এ বছর বারােয়ারি পুজো অর্থাৎ রাস্তার ধারে প্যান্ডেল তৈরি করে পুজো করার অনুমতি দেওয়া হবে না। এমনকি দুর্গাপূজা উপলক্ষে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা জনসমাবেশেরও অনুমতি দেওয়া হবে না।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর