ইয়েমেনে সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৫০

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

418379_110

 

 

ইয়েমেনে চলমান সংঘাতের ধারাবাহিকতায় হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে ২০ জন সরকারি সেনা ও ৩০ জন হুথি বিদ্রোহী।

একজন সরকারি সামরিক কর্মকর্তা জানান, ‘আল-বায়দা জেলায় হাউছি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় একজন কর্নেল ও অপর ১৯ অনুগত সেনাকে হত্যা করা হয়েছে।’ তিনি জানান, যুদ্ধক্ষেত্রে ৩০ জন বিদ্রোহীও অনুরূপ ভাগ্যের স্বীকার হয়েছে। হাউছিরা খুব কমসংখ্যক হতাহতের কথা জানায়। তবে সামরিক সূত্রের মাধ্যমে এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়।

 

এদিকে রাজধানী সানায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে হুথি রাজনৈতিক দলগুলো।ইয়েমেনের সরকার ও রাজনীতিতে নিজেদের অধিকার আরও বেশি নিশ্চিত করতে দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে হুথিরা। সুন্নি প্রধান দেশটিতে হুথিরা মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত।ইয়েমেনের সরকারের অভিযোগ, ইরানের সহযোগিতায় হুথিরা ইয়েমেনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর