বাংলার মহাসংগ্রাম LIVE

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

photo_2021-04-01_17-12-06

চার জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। নন্দীগ্রামে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির শুভেন্দু অধিকারীর লড়াই। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও চলছে ভোটগ্রহণ। মোট ১৯ হাজার ৩০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। মমতার বিরুদ্ধে পালটা নালিশ শুভেন্দুর। নির্বাচন কমিশনে শুভেন্দুর অভিযোগ, বয়ালের বুথে প্রায় দু’ঘণ্টা ধরে বুথে প্রার্থী কেন? ভোটারদের প্ররোচিত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু

‘সবেতেই কাটমানি, শিল্প হবে কী ভাবে?’ উলুবেড়িয়ার সভায় প্রশ্ন মোদির

‘ভোটের দিন কেন জনসভা করেন প্রধানমন্ত্রী?’, প্রশ্ন মমতার

উলুবেড়িয়ার সভাতেও একচেটিয়া মমতাকে আক্রমণ মোদির

‘হাওড়ায় শিল্প ধ্বংস হয়ে গিয়েছে, দিদির সরকার সিন্ডিকেটের সরকার।’ উলুবেড়িয়ার সভায় মন্তব্য নরেন্দ্র মোদির

বুথ থেকে বেরিয়ে তৃণমূল নেত্রী বললেন, ‘নন্দীগ্রামে আমিই জিতব। সেটা নিয়ে আগেও চিন্তা ছিল না। ওরা যাই করুক, মানুষ আমাকেই ভোট দিচ্ছেন।’

‘বিজেপির হয়ে ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এত খারাপ ইলেকশন আমি দেখিনি।’ অভিযোগ মমতার

নির্বাচন কমিশনের নিরবতা নিয়ে আমি দুঃখিত, মন্তব্য মমতার

‘বিজেপি প্রার্থীর চূড়ান্ত অসভ্যতামি, রাতেও তাণ্ডব করা হয়েছে। কমিশনে অভিযোগ করেছি। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি গণতন্ত্র নিয়ে চিন্তিত।’ বয়ালের বুথ থেকে বেরিয়ে মন্তব্য মমতার

দুপুর ৩টে পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৭০.২৭ শতাংশ

সাড়ে তিনটে পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.০৭ শতাংশ

বয়ালের বুথের বাইরে নিয়ে আসা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রায় দু’ঘণ্টা বুথের মধ্যেই আটকে ছিলেন তিনি

বয়ালের ঘটনাস্থলে নগেন্দ্রনাথ ত্রিপাঠী

বয়ালের বুথে বসে সুনীল অরোরাকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার ফোন পেয়ে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকরের। আইনের ওপর আস্থা রয়েছে বলে দাবি রাজ্যপালের। লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের অশান্তি নিয়ে ফোন করেছিলেন। আশা করি, আইনশৃঙ্খলা বজায় রাখবে। সবপক্ষ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’

জয়নগরে ভোটের প্রচারে এসে আগাগোড়া মমতাকে আক্রমণ মোদির। নেই কোনও উন্নয়নের বার্তা

‘বাংলায় দু’শো আসন পেয়ে জিতব।’ দ্বিতীয় দফার ভোট চলাকালীন দাবি করলেন মোদি

‘বাংলাদেশে গিয়েছিলাম, তা নিয়ে দিদির রাগ হয়েছে’। জয়নগরের সভায় মন্তব্য নরেন্দ্র মোদির

নন্দীগ্রামের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে টুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। লেখেন, ‘বিজেপির মনস্তাত্ত্বিক চাপ কাজ করবে না। নন্দীগ্রামের ৩৫৪টি বুথে আমাদের এজেন্টরা বসেছিলেন। তাঁদের সরাতে পারেনি। ১০টি বুথ নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি কমিশনে।’

বিজেপিকে ভোট দিতে অস্বীকার করায় খড়গপুরে ভোটারকে মারধরের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির

সকাল থেকে ৬৩টি অভিযোগ হয়েছে নির্বাচন কমিশনে। একটা ব্যবস্থাও নেওয়া হয়নি, দাবি মমতার

নন্দীগ্রাম নিয়ে খোঁজ নিলেন সুদীপ জৈন। নন্দীগ্রামের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ জৈনের

১ ঘণ্টা পেরোলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বয়ালের। তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

বয়ালের ৭ নম্বর বুথের বাইরে চরম বিশৃঙ্খলা। সেনাবাহিনীর সামনেই তৃণমূল-বিজেপি বচসা

বয়াল থেকে রাজ্যপালকে ফোন মমতার। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর মদতে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না

এখনও পড়েছে ৫৮.১৫ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮.১৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরের ৬০.২২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৫৯.২৩ শতাংশ ও বাঁকুড়া ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। নন্দীগ্রামে ভোট পড়েছে নন্দীগ্রামে ৫৬.২৮ শতাংশ।

চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর

বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভালুকবাসা গ্রামে ভোট বয়কটের ডাক। তালড়াংরা বিধানসভার পার্শ্ববর্তী ৪৩ নম্বর রাঙামাটি গ্রামে ভোট দিতে যায়নি গ্রামের ৬০০ জন গ্রামবাসী। দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে বুথের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। তাই অবশেষে এই ভোট বয়কটের সিদ্ধান্ত

নন্দীগ্রামের একটি বুথে পুনর্নির্বাচনের দাবি মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের

নন্দীগ্রামের প্রায় সমস্ত বুথই দখল করে নিয়েছে বিজেপি, অভিযোগ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। নন্দীগ্রামে এগারোটি বুথ দখলের অভিযোগ নির্বাচন কমিশনে

ব্যতিক্রম, বাঁকুড়ার একটি বুথে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলছে ভোটগ্রহণ

নন্দীগ্রামের অস্থায়ী বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘ভোটদানের হার যদি ৮৫ শতাংশে পৌঁছয় তাহলে নিশ্চিতভাবে আমিই জিতছি’। আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর আরও দাবি, দ্বিতীয় দফায় ৩০টির মধ্যে একটিতেও জিতবে না তৃণমূল

নন্দীগ্রামের মির্জাচকে তৃণমূল কর্মীদের ভোটদানে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের।বাহিনীকে ঘিরে বিক্ষোভ

খড়গপুর বিধানসভার ২২৪ , ২২৫ ও ২২৬ নম্বর বুথে উত্তেজনা । কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি-তৃণমূল বচসা। বিজেপির নেতাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে । অথচ তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অভিযোগ, শ্রীনু নাইডুর স্ত্রী তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ও কো-অডিনেটর পূজা নাইডুর

নন্দীগ্রামে রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ছোঁড়া হয় ইট। পরিস্থিতি উত্তপ্ত

নন্দীগ্রামের বয়ালে মোকতাব প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের পোলিং এজেন্ট মৃনালকান্তি জানার বাড়িতে আনতে যায় পুলিশ। পুলিশি আশ্বাস দেওয়া সত্ত্বেও তিনি বুথে আসতে চাইলেন না। ঘটনার রিপোর্ট তলব কমিশনের

ডেবরার বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের

কেশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী পৃথ্বিসরঞ্জন কুঁয়াড়। লাঠি, বাঁশ নিয়ে তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ

আত্মহত্যাই করেছেন নন্দীগ্রামের বিজেপি কর্মী। প্রাথমিক রিপোর্টে জানাল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে বুথ পরিদর্শনে নগেন্দ্রনাথ ত্রিপাঠী। অন্যদিকে বহিরাহগতদের নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে

মহিষাদলের সুখলালপুরে তৃণমূল কর্মী ও ভোটারদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাঙচুর করা হল গাড়ি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৩৪.৪২ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে রেকর্ড ৪১.৪৯ শতাংশ ভোট পড়ল। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে কম ভোটদানের হার। এখনও পর্যন্ত ভোট পড়েছে ২৭.০৫ শতাংশ। নন্দীগ্রামে ভোটদানের হার ৩৪ শতাংশ

সকাল ১০ টার পর কাকদ্বীপ বিধানসভার ২৯ ও ৩০ নম্বর বুথে বসলেন বিজেপির এজেন্টরা

নন্দীগ্রাম লাগোয়া চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহমের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় হাত ভাঙল তৃণমূল বুথ এজেন্টের

ভোটের দিন মন্দিরের সামনে দুঃস্থদের মধ্যে টাকা বিলি করে বিতর্কে বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

ময়নার বাকসা অঞ্চলে ভোট দিতে পারলেন না প্রায় ৫০০ তৃণমূল নেতা, কর্মী। ঘরছাড়া অবস্থায় তাঁরা দিন কাটাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন বাকসা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আরও তৃণমূল কর্মী, সমর্থক। অভিযোগ, নির্বাচন কমিশনারকে জানিয়েও লাভ হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

নন্দীগ্রামের আমদাবে ১৫৪ নং বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে

খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে দলীয় প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর সামনে কী করে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ।

গোকুলনগর এবং বয়ালে বুথ দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়

সিআরপিএফ-এর বিরুদ্ধে ২০টি অভিযোগ তৃণমূলের। বাঁকুড়ায় সবচেয়ে বেশি। বাঁকুড়ার ৩১টি বুথে ইভিএম খারাপের অভিযোগ

কমিশনের নির্দেশে ডেবরার বিজেপির মণ্ডল সভাপতি মোহন সিংকে আটক করল পুলিশ

ঘাটাল বিধানসভা এলাকার ১৫৪ নম্বর বুথে ছাপ্পাবাজি এবং বয়স্ক মানুষদের অন্ধ সাজিয়ে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। একই এলাকার ২৩৮, ২৩৯, ২৪০, ২৪১ এবং ১০৭ নম্বর বুথে সিপিএম ভোটার ও এজেন্টদের ঢুকে না দেওয়ার অভিযোগ। কমিশনে অভিযোগ দায়ের

কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আট, জানালেন পুলিশ সুপার

ভোটারদের টাকা বিলির অভিযোগ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরকে বুথে ঢুকতে বাধা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। ডেবরার হরিনারায়ণপুরের ৯ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।

নন্দীগ্রামে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ড-সহ গ্রেফতার এক তৃণমূল কর্মী

ঘাটালের রঘুনাথপুরের বুথের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি ও বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষের গাড়ি ভাঙচুর করা হল।

কেশপুর ১০ নম্বর অঞ্চলের গরবোজপোতায় বিজেপির মহিলা এজেন্টকে মারধর। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

সোহমকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি চণ্ডীপুরের মহম্মদ বাজার এলাকায়। তৃণমূল প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ

বিজেপির অভিযোগ, নন্দীগ্রামে ১২০টি বুথে তাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৭২ শতাংশ, জানাল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৯ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ভোটদানের হার ১৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার ১৭ শতাংশ। বাঁকুড়ায় ভোটদানের হার ১৬ শতাংশ।

বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বেশির বুথে ইভিএম খারাপ। অভিযোগ তৃণমূল প্রার্থী সায়ন্তিকার

সবংয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুধবার রাতের এই ঘটনায় মাথা ফাটল এক তৃণমূল কর্মীর

সোনামুখী বিধানসভা কেন্দ্রের ২৪২ ফকিরডাঙা বুথে বিজেপির এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

হলদিয়ার ২৬১ নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার ৫০ মিনিট পরেও ইভিএম খারাপ। প্রচন্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোটাররা

ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। বহিরাগতদের নিয়ে বুথে াসার অভিযোগ তাঁর বিরুদ্ধে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লিখলেন, ‘সকলের কাছে আবেদন করব বৃহত্‍ সংখ্যায় ভোট দানে অংশ নিতে। আপনার একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে। তাই, সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে।’

নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও প্রিসাইডিং অফিসারের দাবি, অন্য রাজনৈতিক দলের এজেন্ট থাকলেও, এই বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই।

ভোটের দিন সকাল থেকেই চণ্ডীপুরের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছেন তৃণমল প্রার্থী সোহম চক্রবর্তীও। অন্যদিকে খড়গপুরের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়।

নন্দীগ্রামের ১ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। নন্দীগ্রামের ভেকুটিয়ায় বাড়ির শৌচালয় থেকে উদ্ধার দেহ। পরিবারের দাবি, তৃণমূল কর্মীদের ভয়ে আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী। অভিযোগ, কয়েকদিন ধরে তাঁকে ভোট দিতে না যেতে হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মীরা।

কেশপুরের দাদপুর এলাকায় তৃণমূল কর্মী খুনের অভিযোগের ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

ঘাটাল বিধানসভার চকলছুপুর গ্রামে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ডেবরার দু’টি বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা। কমিশনে অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের অভিযোগ

ময়নার তৃণমূল প্রার্থীকে হুমকি বিজেপি এজেন্টের। সেনা জওয়ানের সামনেই সরাসরি হুমকি। ঘটনা ময়নার বাকসা এলাকার

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় গুরুদাসপুর এলাকায় এক পুলিশকর্মীর রহস্যমৃত্যু। গলায় দড়ি লাগানো অবস্থায় উদ্ধার দেহ। বুথের পাশেই উদ্ধার হল কমল গঙ্গোপাধ্যায় নামে ওই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ।

একগুচ্ছ অভিযোগ নিয়ে থানায় গেলেন মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। তবে কার বিরুদ্ধে বা কী বিষয়ে অভিযোগ জানিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

ভোট শুরুর পর থেকেই দিকে দিকে ইভিএম খারাপের অভিযোগ। সবংয়ের পরশুরাম বুথের ইভিএম খারাপ থাকার অভিযোগ। পাথরপ্রতিমার চারটি বুথে ইভিএম খারাপ থাকায় এখনও ভোট শুরু করা যায়নি। বিষ্ণুপুরের দু’টি বুথে বিকল ইভিএম।

নন্দীগ্রামের সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বহিরাগতরা এসে এই বোমাবাজি করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কিত সাধারণ ভোটাররা। পাশাপাশি তৃণমূলের এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ

বাঁকুড়ার রামপুরে ১০৬, ১০৭ নম্বর বুথ ঘুর দেখেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা। সঙ্গে রয়েছেন মিনতি মিশ্র

বাঁকুড়ার সোনামুখীতে লাঠি উঁচিয়ে ভোটারদের তাড়া পুলিশের। জমায়েত হঠাতেই সক্রিয় ভূমিকায় পুলিশ

পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার একাধিক বুথে তৃণমূল এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রামেও তৃণমূল এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে

নন্দীগ্রামের কালীচরণপুরে রাতভর বোমাবাজি। তৃণমূল কর্মীকে শাবল দিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। আতঙ্কিত সাধারণ ভোটাররা।

কেশপুরে তৃণমূল কর্মীর খুনের অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ভোটের দিন অনেক কিছুই হয়। যে কোনও মৃত্যুই দুঃখজনক। এই মৃ্ত্যু রাজনৈতিক হিংসার কারণে নাকি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব খতিয়ে দেখতে হবে।’

‘মমতা হেরে যাবেন।’ নন্দীগ্রামে ভোট দিয়ে দাবি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

‘গতকাল রাত থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।’ অভিযোগ নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়

বাইকের পেছনের আসনে বসে বুথে এলেন শুভেন্দু অধিকারী। সকাল সকাল ভোট দিতে বুথে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

ইভিএম বিভ্রাট বাঁকুড়ার একাধিক বুথে। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকল হল ১৬১ ও ১৬৩ নম্বর বুথে ভোটিং মেশিন। বিক্ষোভ ভোটারদের।

হলদিয়ার ২০২ নম্বর বুথে উত্তেজনা। সিপিএমের পোলিং এজেন্টের নথি কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি সিপিএম নেতৃত্বের।

নন্দীগ্রামের হোসেনপুর ১৩ নম্বর বুথে ইভিএম খারাপ। এখনও শুরু হয়নি ভোটগ্রহণ। হট্টগোল ভোটারদের। অন্যদিকে নন্দীগ্রামের শ‍্যামাসুন্দরীচকের ২১৬ নম্বর বুথে ইভিএম খারাপের অভিযোগ ঘিরে শোরগোল।

কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৭ অভিযুক্ত।

বাংলার যে সমস্ত নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ চলছে, সেখারকার মানুষরা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন। বাংলায় ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিজেপির পোলিং এজেন্টদের গেরুয়া গামছা গলায় আগমন বুথে। সেই গামছা খুলিয়ে তাঁদের ভিতরে ঢোকার অনুমতি দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাঁকুড়ার ওন্দা হাইস্কুলে মহিলা পরিচালিত একটি বুথের ঘটনা।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপট। তৃণমূলের তরফে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। যদিও শাসক শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভোটের আগের রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃতের নাম উত্তম দলুই। পরিবারের দাবি, গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর