বাংলা অনেক উন্নতি করছে, এটা বলতে আমি বাধ্য, স্বীকারোক্তি বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210709_181801

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত এক বিজেপি বিধায়কের মুখে শোনা গেল তৃণমূল কংগ্রেস সরকারের প্রশংসা। তিনি বলেন, রাজ্য আগের তুলনায় অনেক ভালো করছে, এটা বলতে আমি বাধ্য। এছাড়াও তিনি বাম জামানার সঙ্গেও তুলনা করেন তৃণমূলের বাজেটের। তিনি বলেন, বাম জামানার থেকে বর্তমান সরকারের আমলে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তিনি এই প্রসঙ্গে আরো বলেন, আমি যুক্তি এবং তথ্য দিয়ে কথা বলছি। কেউ পারলে সেই ভাবেই খন্ডন করুন। তবে তিনি বিভিন্ন ব্যাপারে রাজ্য সরকারকে আরো সতর্ক হতে পরামর্শ দেন। বিভিন্ন সামাজিক প্রকল্পের ব্যাপারে স্বচ্ছতা আনতে ও তিনি রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেন।

 

বহু বছর ধরে রাজ্যের হিসেবের ক্যাগ অডিট করেনি বলে দাবি করেন অশোক লাহিড়ি (Ashok Lahiri)। পশ্চিমবঙ্গ সরকারে সামাজিক প্রকল্পগুলিকে নিয়ে তাঁর টিপ্পনী,’৪৭টি জনকল্যাণমূলক প্রকল্প গুনেছি। আরও আছে। ৮টি শ্রী, ৬টি সাথী, অন্তত ৫টি ধারা, ৩টি বন্ধু, ৩টি স্নেহ দিয়ে প্রকল্প রয়েছে। এছাড়া রয়েছে ১৭টি অন্যান্য প্রকল্প। এতগুলি প্রকল্প চালাতে দৈবশক্তি লাগে।’ তিনি রাজ্য সচরাচর বিজেপি নেতাদের মতো রাজ্য সরকারের প্রকল্পগুলোর সমালোচনা এবং সব কৃতিত্ব কেন্দ্রকে দেননি। তবে তিনি বলেন, অনেক সামাজিক প্রকল্প কেন্দ্রের অর্থে চলে। সেই সব প্রকল্পের ব্যাপারে উপভোক্তার তালিকা প্রকাশের দাবি জানান তিনি। তাঁর কথায়,’উপভোক্তার তালিকা ওয়েবসাইটে পেলাম না। ২০১১ ও ২০১৬ সালে সামাজিক ও আর্থিক জনসুমারি হয়েছে। রাজ্য সরকার তালিকা প্রকাশ করলে স্বচ্ছতা আসবে।’

 

শুধু ত্রাণ, সাময়িক সীমিত আর্থিক সাহায্য বা সামাজিক প্রকল্প চালুর তুলনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিতে বলেন। তাঁর যুক্তি, ‘শুধু ত্রাণ দিলেই হবে না। পরিত্রাণের ব্যবস্থা করতে হবে। নৌকো করে খাবার দিলেই চলবে না। বরং নিকাশি ঠিক করা দরকার। পশ্চিমবঙ্গে মহারাষ্ট্র, গুজরাটের মতো গভীর সমুদ্র বন্দর নেই। পরিকাঠামো ও মূলধনী খাতে খরচ বাড়াতে হবে। দুটি রিপোর্ট প্রকাশ করতে বলেছি। একটা অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক এবং আর একটা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থার উন্নতি। এখন শিক্ষার জন্য আমরা যাই বেঙ্গালুরু, দিল্লিতে। চিকিৎসার জন্য ভেলোরে।’

 

 

তবে বাম জমানার চেয়ে তৃণমূলের বাজেট যে এগিয়ে তা স্বীকার করে নেন এই অর্থনীতিবিদ। রাজ্যে প্রাক্তন ও বর্তমান অর্থমন্ত্রীর তুলনায় তিনি বলেন,’অসীম দাশগুপ্ত ও অমিত মিত্র স্বগোত্রের লোক। দু’জনকেই ভালোভাবে চিনি। একই কলেজের। বাজেট তৈরিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। বাজেট শুধু অর্থমন্ত্রী একা করেন না। মুখ্যমন্ত্রী সঙ্গত দেন। বাম ও তৃণমূল সরকারের মধ্যে বলব যে বাম সরকারের জমানায় যা হয়েছে তার চেয়ে তৃণমূল সরকারের আমলে একটু উন্নতি হয়েছে। একথা বলতে আমি বাধ্য।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর