বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে স্মরণ সভা ও শীতবস্ত্র বস্ত্র বিতরণ ফুরফুরা শরীফের পীর মহলে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201115-WA0036

এনবিটিভি ডেস্ক: স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী আন্দোলনের নেতা শহীদ বিরসা মুন্ডার ১৪৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী হয়ে গেল ফুরফুরা শরীফ পীর মহলে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর উদ্যোগে ১৫ ই নভেম্বর পীর মহল দরবার শরিফের আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্বাস সিদ্দিকী আল কোরাইশী। বাংলায় দলিত-আদিবাসী-মুসলিম জনগোষ্ঠীর কনফেডারেশন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি,আদিবাসী আন্দোলনের নেতা লক্ষীকান্ত হাঁসদা বলেন স্বাধীনতা আন্দোলনে আদিবাসী ও মুসলমানদের অবদানের কথা ইতিহাসে চেপে দেওয়া হয়েছে। SC, ST, OBC অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক সিমল সরেন বলেন আদিবাসী আন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী আল কোরাইশী, পীরজাদা আরাফাত সিদ্দিকী আল কোরাইশী, আদিবাসী আন্দোলনের এডওয়ার্ড হেমব্রম, গোবর্ধন মান্না ও শামসুর আলী মল্লিক প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর