হরিয়ানায় পুরভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, ৬ টার মধ্যে মাত্র ২ দুটিতে জয় শাসক বিজেপি জোটের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20201231_091034

সাইফুল্লা লস্কর : সাম্প্রতিক সময়ে যতগুলি নির্বাচন দেখা গিয়েছে সবগুলোতেই গো হারা হারছো বিজেপি এবং তার শরিক দলগুলো। এমনই প্রবণতা দেখা গিয়েছে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে এবং কেরালার পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ও। হায়দ্রাবাদে কোন রকমে মান রক্ষা করলেও এবার হরিয়ানাতে আবার মুখ থুবড়ে পড়ল বিজেপি জোট। ৬ টি আসনের মধ্যে মাত্র ২ টিতেই কোনরকমে জয় পেয়েছে বিজেপি এবং জেজেপি জোট। আম্বালা সোনিপথ এবং পঞ্চকুলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র পদের জন্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শুধুমাত্র পঞ্চকুলা তে কোনরকমে জয় পেয়েছে বিজেপি জোট। বাকি ২ আসনের মধ্যে একটিতে কংগ্রেস জয়লাভ করেছে অপরটিতে নির্দল প্রার্থী।

রেওয়াড়ীর, আম্বালা এবং ধারুহেরার মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান পদের জন্যও অনুষ্ঠিত হয় নির্বাচন। সেখানেও ভরাডুবি বিজেপির। তিনটি আসনের মধ্যে শুধুমাত্র একটি তেই অল্প ব্যবধানে জয় পেয়েছে তারা। এখানেও একটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস এবং অপরটিতে জয়লাভ করেছে নির্দল প্রার্থী। হরিয়ানায় বিজেপি এবং জে জে পির জোট সরকার ক্ষমতায় থাকার পরেও নির্বাচনে এই ভরাডুবি আসলে কিসের ইঙ্গিত তা সুস্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা বিজেপির কৃষক বিরোধী কৃষি বিলের বিরোধিতা করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা যে হরিয়ানার বেশিরভাগ মানুষ সমর্থন করেন সেটাই বোঝা গেল এই নির্বাচনের ফলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর