কেন্দ্র চাইলেও নৈশ কার্ফু জারি করার প্রস্তাব উড়িয়ে দিচ্ছে রাজ্য

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Gujarat-night-curfew

নিউজ ডেস্ক : দিনে দিনে একের পর এক রং বদল করে চলেছে নোভেল করোনাভাইরাস। কোভিডের এই নয়া স্ট্রেন এর কারণে নববর্ষের উদযাপন অনুষ্ঠান ক্রমশই হতাশার আঁধারে ডুবে যাচ্ছে। বুধবার মুখ্যসচিবকে লেখা চিঠিতে প্রয়োজনে নৈশ কার্ফু জারি করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

যদিও, নৈশ কার্ফু জারি করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছে রাজ্য। পরিবর্তে প্রত্যেক নাগরিককে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে বর্ষবরণের উদযাপন অনুষ্ঠান সম্পাদন করতে আহ্বান জানিয়েছে রাজ্য।

কিন্তু, সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানিয়েছে- করোনার সুরক্ষা বিধি লঙ্ঘন করে কোনো অনুষ্ঠান উদযাপন সম্ভব নয়। কেন্দ্রের আশঙ্কা, বর্ষশেষ ও নববর্ষের উদযাপন অনুষ্ঠানে মেতে উঠবেন বহু সংখ্যক মানুষ। ফলে, বেড়ে যাবে করোনার দুরন্ত সংক্রমণ। তাই, ওইসব “সুপার স্প্রেডার” গুলির উপর কড়া নজর রাখতে হবে রাজ্যগুলিকে।

কারন, দেশে সংক্রমনের হার কমে গেলেও ইউরোপের দেশ গুলিতে তা এখনও বিরাজমান। তাই সর্তকতা অবলম্বন আবশ্যক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর