চীনের সব থেকে বড়ো রকেট নিয়ন্ত্রণ হারিয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210505_180327

নিউজ ডেস্ক : চীনের তৈরি বৃহত্তম রকেট উৎক্ষেপণের পর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রনের বাইরে চলে গিয়েছে। রকেটটি যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে আছড়ে পড়তে পারে। গত ২৮ এপ্রিল সেটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। ২৯ এপ্রিল সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

রকেটটির মূল অভ্যন্তরীণ অংশ (‘কোর’) ৩০ মিটার (১০০ ফুট) লম্বা ।

 

চীনা মহাকাশ গবেষণা সংস্থার ওই রকেটটির (মডিউল) নাম ‘লং মার্চ ৫বি রকেট’। রকটটি তিয়ানহে মহাকাশ স্টেশন প্রকল্পের অধীনে বানানো হয়েছিল। সেটি উৎক্ষেপণের জন্য গত মাসে প্রস্তুত করা হয়েছিল। রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছিল। পরে গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

এখন সেটি পৃথিবীর কক্ষপথে ঘুরছে। তবে কয়েকদিনের মধ্যে তা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে আছড়ে পড়তে পারে। রাডারে তা ধরাও পড়েছে। মডিউলটি এখন ভূপৃষ্ঠের ১০৬ মাইল থেকে ২৩১ মাইল উচ্চতার মধ্যে উঠানামা করছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর