করােনা আবহেও নাগরিকত্ব আইন বাতিলের দাবীতে আসুর বাইক সমদল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200822-WA0032

এনবিটিভি ডেস্ক,আসাম: করােনা আবহেও চলছে নাগরিকত্ব সংশােধনী আইনের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ !
সারা আসাম ছাত্র সংস্থা নাগরিকত্ব সংশােধন
আইন, ২০১৯ বাতিলের দাবিতে আসামের যােরহাট শহরে একটি বাইক সমদল বের করে।
যােরহাট স্টেডিয়াম থেকে সংগঠনের পতাকা,
প্ল্যাকার্ড নিয়ে সমদল বের করা হয় এদিন।
সমদলের ফ্লেগ অফ করেন আসুর সাংগঠনিক
সম্পাদক জুল খাউণ্ড। জেলা সাধারণ সম্পাদক
এবং শিক্ষা সম্পাদক ক্রমে বিজয় শংকর বরদলৈ এবং রাজীব বরা সমদলে অংশ নেন।
প্রতিবাদকারীরা নেতৃত্বাধীন বিজেপি সরকারের
স্লোগান দিয়ে নাগরিকত্ব আইন বাতিল এবং আসাম চুক্তির সম্পূর্ণ রূপায়নের দাবী জানায়।
ছাত্র নেতা বরদলৈ পরে সংবাদ মাধ্যমে মন্তব্য
করেন যে, কোভিড -১৯ মহামারির জন্যে সিএএ
বিরােধী প্রতিবাদ কিছুটা স্থিমিত হয়েছিল, কিন্তু
সংগঠনটি এখন আবার একে তীব্র করে তুলবে।
তাঁর কথায়, ” আমরা যদি এর বিরুদ্ধে কথা না বলি তাহলে বেশিদিন নেই, আসামে ভূমিপুত্ররা নিজের রাজ্যে সংখ্যালঘু হবে এবং নিজেদের সংস্কৃতি,ভাষা-পরিচয় হারিয়ে ফেলবে”।
আসামের জনগণের এই আইনের বিরুদ্ধে
বিরােধিতার কারণ নয়া আইনে কারা বাদ পড়ছেন সে নিয়ে নয়, কতজন অন্তর্ভুক্তির সুযােগ পাচ্ছেন তা নিয়ে।আন্দোলনকারীদের আশঙ্কা এর ফলে আরও বেশি অভিবাসী এ রাজ্যে আসবে। এ রাজ্যের জনবিন্যাস এবং রাজনীতি অভিবাসন দ্বারাই নির্ধারিত হয়ে রয়েছে।
১৯৭৯-৮৫-র আসাম আন্দোলন গড়ে উঠেছিল
বাংলাদেশ থেকে অভিবাসনকে কেন্দ্র করে, অনেক অসমিয়ারই আশঙ্কা ছিল এভাবে তাদের ভাষা ও সংস্কৃতি খর্বিত হচ্ছে, তার সঙ্গে ছিল ভূমিসম্পদের ওপর চাপ ও কাজের সুযােগ হারানাের আশঙ্কা। বর্তমানেও এই ভয়টি কাজ করছে। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, এই নতুন আইন ১৯৮৫ সালের আসাম চুক্তি ভঙ্গ করছে। আসাম চুক্তিতে ভারতীয় নাগরিকত্বের ভিত্তি দিবস ধরা হয়েছিল ১৯৭১ সালের ২৪ মার্চ। আসাম এনআরসি-র ভিত্তিদিবসও ছিল ওই দিনই ধরা হয়েছে।
এদিকে নতুন আইনেদেখা যাচ্ছে ভিত্তিদিবস ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে
ধর্মীয় নির্যাতনের শিকার হওয়া হিন্দু, বৌদ্ধ,
পারসি, খ্রিষ্টান, জৈন ও শিখরা ভারতের নাগরিকত্ব লাভ করবেন।
অন্য দৃষ্টিতে মুসলিমদের বাদ দেবার জন্যে এই
আইন বিতর্কিত হয়ে উঠেছে। তবে আসামের সমস্যাটি মুসলিম নিয়ে সমস্যা নয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর