করোনাকালে হাতে গ্লাভস পরে ভোট দেবেন ভোটদাতারা, নয়া নিয়ম নির্বাচন কমিশনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200821-WA0014

করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী তটস্থ, সামাজিক দূরত্ববিধি লকডাউন একাধিক নিয়মের তাড়নায় স্বাভাবিক জীবনের ছন্দ একেবারেই হারিয়েছে ৷ তবে সব কাজ তো অনন্তকালের জন্য পিছিয়ে রাখা যায় না৷ তাই এবারে ধীরেধীরে পুরনো ছন্দে ফেরার কাজ শুরু হয়েছে৷ নির্বাচন কমিশনের জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম৷

প্রার্থী নিজের জামানতের টাকা অনলাইনে জমা দিতে পারবেন৷

মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ প্রার্থী সহ সবচেয়ে বেশি পাঁচজন যেতে পারবেন৷

সমস্ত ভোটদাতাকে গ্লাভস দেওয়া হবে৷  তাঁরা রেজিস্ট্রারে সই করা ও ইভিএমে বোতাম টেপার আগেই তাঁদের এই গ্লাভস দেওয়া হবে৷

পাবলিক মিটিং ও রোড শো-র অনুমতি নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্দিষ্ট রাজ্যের কাছ থেকে৷ তারা অনুমতি দিলে তবেই জনসভা ও রোড শো করা যাবে৷

নির্বাচন প্রক্রিয়ার সময় স্যানেটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, মাস্ক, থার্মাল স্ক্যানার ব্যবহার করা হবে৷

যখন কোনও প্রার্থী মনোনয়ন দাখিল করবেন তখন প্রার্থীর সঙ্গে শুধুমাত্র ২ জন যেতে পারবেন৷ ২ টি-র বেশি গাড়িও নিয়ে যাওয়া যাবে না৷

ভোট গণনার সময় ৭ জনের বেশি কাউন্টিং হলে থাকতে পারবেন না৷ একটি বিধানসভায় ক্ষেত্রে কাউন্টিংযের ৩-৪ টি হল হতে পারে৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর