নবী মুসা(আ.) মসজিদে ড্যান্স পার্টি! ফিলিস্তিনে ড্যান্স দলসহ গ্রেফতার শীর্ষ ডিজে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210101_131758

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুসা(আ.)‘ মসজিদে ডিজে পার্টি করার অভিযোগে দেশটির শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছে ফিলিস্তিনের একটি আদালত।

শনিবার( ২৬ ডিসেম্বর) রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। তাদের সঙ্গে যোগদান করেন ফিলিস্তিনের নামজাদা ওই ডিজে। সেখান থেকেই সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেফতার করে ফিলিস্তিনের পুলিশ বাহিনী।

নবী মুসা মসজিদ স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। মুসলিম উম্মাহর বিশ্বাস মতে, এই স্থানটিতেই মুসা (আ) কে কবর দেয়া হয়েছিল। মসজিদে আয়োজিত ডিজে পার্টির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা। তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বিষয়টি নিয়ে। কিভাবে এই পবিত্র মসজিদে ডান্স পার্টির আয়োজন করা হলো সেই বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ।

ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন গর্হিত অপরাধমূলক ঘটনায় জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও পরিষ্কার জানানো হয়েছে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর