অক্সিজেনের অভাবে হাসপাতালে করোনায় মৃত্যু গণহত্যার থেকে কম কিছু নয়: এলাহাবাদ হাইকোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-05 at 12.43.38 PM

হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু গণহত্যার থেকে কম কিছু নয়, মঙ্গলবার এমনই মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট।

বিচারপতি অজিত কুমার ও বিচারপতি সিদ্ধার্থ বর্মার নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশে এদিন বলা হয়, ‘কোভিডে আক্রান্ত রোগীদের অব্যাহত অক্সিজেন সরবরাহের ভার যাদের ওপর, খোদ তাঁরাই অক্সিজেন সঙ্কট তৈরি করছে।

অক্সিজেন লুকিয়ে রেখে ‘কৃত্রিম’ সঙ্কট সৃষ্টি করা হচ্ছে বলে রব ওঠে সোশাল মিডিয়ায়। কিছু ক্ষেত্রে বেনিয়মের ছবিও উঠে আসে। নির্দেশিকায় বলা হয়, ‘গত রবিবার মিরাটে মেডিকেল কলেজের ট্রমা বিভাগে অক্সিজেনের সঙ্কটের ফলে আইসিইউতেই ৫ জন রোগী মারা যান। অক্সিজেনের অভাবে মিরাটেরই আরও এক বেসরকারি হাসপাতালে ভর্তিই নেওয়া হয়নি রোগীদের। লখনউয়ের একটি ঘটনাও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু সরকার বলেছে অক্সিজেনের কোথাও ঘাটতি নেই। তবে উটো ছবি দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে অক্সিজেনের ঘাটতি নেই বলে দাবি করেন। তবে বাস্তবে তার উল্টো ছবি দেখা যাবে। এই প্রসঙ্গেই এলাহাবাদ হোইকোর্ট যোগী সরকারে তুলোধনা করে। উত্তরপ্রদেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৮৩২ জন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর