দিলীপ ঘোষের ওপর হামলা, ভাঙল গাড়ির কাচ, ফিরল দার্জিলিং এর স্মৃতি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210407_192346

নিউজ ডেস্ক : দিলীপ ঘোষ কোচবিহারের শিতলকুচিতে পৌঁছাতেই ফের ফিরে এল কয়েক বছর আগের দার্জিলিং স্মৃতি। আবার তার ওপর হল হামলা। তার গাড়ির কাচ ভেঙেছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির সভা থেকে ফেরার পথেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ।

 

দিলীপ ঘোষ বলেন, ‘শীতলকুচি স্পর্শকাতর জায়গা। ৩ বছর ধরে এখানে ঢুকতে দেয়নি। লোকসভায় মানুষ জিতিয়েছিলেন। এটা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। এখানে নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টাও চলছে। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথেও গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আজও  সভা শেষ হওয়ার সময় ওদের লোকেরা স্লোগান দিয়ে উস্কানি দিচ্ছিল। কর্মীদের বললাম আপনারা ঘরে যান। পুলিস আমাকে কিছুক্ষণ থাকতে বলল। তারপর পুলিস গায়েব হয়ে গেল। মাঠের চারদিক ঘিরে শুরু হল বোমাবাজি। প্রায় শখানেক লোক হামলা করেছিল। গাড়ির কাচ ভেঙেছে। আমার গাড়িতেও বোমাবাজি হয়েছে। কাচ ভেঙে হাতে ইট লেগেছে।’ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্যাপারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর