নন্দীগ্রামে হিংসা এবং সন্ত্রাস রোধে ব্যর্থ কমিশন পক্ষপাতিত্ব করছে, এবার বলল সংযুক্ত মোর্চা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

6001dd231f2f

নিউজ ডেস্ক : নন্দীগ্রামের হিংসা এবং সন্ত্রাস রোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তারা বেশিরভাগ ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছেন বামনেতা রবীন দেব। নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোট লুট এবং রাজনৈতিক সন্ত্রাস রোধে ব্যর্থতার দায় সম্পূর্ণ রূপে কমিশনের।

 

কমিশন (Election Commission) ১৪৪ ধারা জারি করার পরেও কীভাবে রাজ্য ও কেন্দ্রের শাসদকদল বারবার তা ভঙ্গ করল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হল না কার স্বার্থে? তা নিয়ে প্রশ্ন তুললেন মোর্চার সবচেয়ে আলোচিত প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোট চলাকালীন বেশ কয়েকবার তাঁর কাছে ফোন যায় আলিমুদ্দিনের ভোট ম্যানেজারদের। নন্দীগ্রামের (Nandigram) পরিস্থিতি নিয়ে তিনি সিপিএম নেতৃত্বকে তথ্য দেন। এছাড়াও যে চারটি জেলায় ভোট ছিল সেখানকার জেলা নেতৃত্বের কাছ থেকে তথ্য নেয় আলিমুদ্দিন। ভোটের গতিপ্রকৃতি অনুকূল নয় বুঝেই কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় বামেরা।

 

একের পর এক শরিক নেতাদের ফোন করে কমিশনে আসতে অনুরোধ করা হয়। রবীন দেব জানান, সকাল থেকেই দু’পক্ষ হিংসার আশ্রয় নিয়ে ভোট লুঠের খেলায় মেতেছিল। আগেই বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও দিনের শেষে বোঝা যাচ্ছে অশান্তি ঠেকাতে কমিশন আন্তরিক ছিল না। বহু জায়গাতে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগ জানান হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাম নেতৃত্বের। অধীর রঞ্জন চৌধুরী বলেন, নন্দীগ্রামে যে হিংসা এবং খুনের পরিবেশ তৈরী হতে যাচ্ছে সে ব্যাপারে আমরা আগে থেকেই নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলাম কিন্তু তারা উপযুক্ত ব্যবস্থা নেয়নি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর