মুম্বাইয়ের ইডি অফিস এখন বিজেপির হেড কোয়ার্টার!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

7e460132-152d-491f-8661-9efcd22c3882

এনবিটিভি ডেস্ক : মোদি ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতে ব্যবহার করে আসছে কেন্দ্র। কখনো সিবিআই, কখনো এনআইএ আবার কখনো সুপ্রিম কোর্টকেও নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। বিরোধীদের এমন সব অভিযোগ বহুদিনের। মহারাষ্ট্রে শিবসেনা এবং বিজেপির রাজনৈতিক তরজায় ইডি সেনার বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মুম্বাইয়ে শিবসেনার হেডকোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ করার সময় শিবসেনা কর্মী-সমর্থকরা মুম্বাইয়ের অফিসের সামনে “বিজেপির রাজ্য হেডকোয়ার্টার” লেখা ব্যানার টাঙ্গিয়ে দেয়। এ ব্যাপারে সঞ্জয় রাউত বলেন ইডির একটা বিজেপি অফিস থাকা দরকার। কারণ ইডির অফিস এখন বিজেপির অফিস।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করার পরে সঞ্জয় রাউত এর স্ত্রী বর্ষা রাউতের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে ইডি। কয়েকদিন আগে সঞ্জয় রাউত অভিযোগ করেছেন, মোদি সরকার রাজ্য সরকারগুলির সঙ্গে বারবার সংঘাতে লিপ্ত হয়ে রাজ্য সরকারগুলিকে অস্থিতিশীল করে তুলছে। এমন চলতে থাকলে কোন একদিন ভারত-রাশিয়ার মত টুকরো টুকরো হয়ে যাবে। তারপরেই সঞ্জয় রাউত এর স্ত্রী বর্ষা রাউৎকে কে ২৯ শে ডিসেম্বর অর্থাৎ আজ মুম্বাইয়ের অফিসে তলব করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর