নতুন কৃষি আইন বাধ্যতামূলক নয়! কৃষক “চাইলে মানতে পারে,না চাইলে না”; লোকসভায় উল্টো সুরে মোদি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210211_121751

আসন্ন লোকসভায় মোদির গলায় শোনা যাচ্ছে উল্টো সুর। যে কৃষিবিল নিয়ে এতদিন ভারত সহ গোটা বিশ্ব উথালপাথাল সেই কৃষি আইন নিয়ে এখন উল্টো সুরে গাইছেন হিন্দু তথা কৃষক দরদী মোদি সরকার!। লোকসভার জবাবদিহি ভাষণে তার(মোদি) গলায় শোনা যায় “নতুন কৃষি আইন বাধ্যতামূলক নয়, কোনো কৃষক চাইলে এটি মানতে পারেন আবার কোন কৃষক না চাইলে তা প্রত্যাখ্যান করতে পারেন”।

বুধবার মোদি বলেন, “নয়া কৃষক আইন কৃষি ক্ষেত্রে একটি নয়া ব্যবস্থাপনা, যদি কোনো কৃষক মনে করেন তিনি পুরনো ব্যবস্থায় বেশি লাভবান হবেন তবে তিনি এই নতুন কৃষি আইনের আওতায় না আসতে পারেন”। এছাড়াও তিনি বলেন, “কৃষকরা যেখানে ইচ্ছা তার ফসল বিক্রি করতে পারেন! এই সংস্কারকে(নতুন কৃষি আইন) একান্ত বাধ্যতামূলক করা হয়নি” ।

বলা বাহুল্য, আন্দোলনকারী কৃষকজীবিদের তিনি সহানুভূতি দেখিয়ে বলেছেন, “কেন্দ্রের কাছে তাদের দাবি-দাওয়া জানানোটা অমূলক নয়, আমি এটাকে শ্রদ্ধা জানাই। কিন্তু বিরোধীদের প্রতি মোদির গলায় শোনা যায় চড়া সুর। তিনি বলেন, “লোকসভার কাজে যারা বাধা দিচ্ছেন তারা এটি জেনে-বুঝেই করছেন, কারণ মানুষের ঠিক পথে হাঁটা টা তাদের ঠিক হজম হচ্ছে না”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর