বিজেপির সমর্থনে মোদির সামনে পদ্মফুলের ছাপযুক্ত শাড়ী পরিধান করেছিলেন হাসিনা!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210329_192156

 নিউজ ডেস্ক : ভারতে দিনের পর দিন ইসলামী বিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য যে রাজনৈতিক দলটি সর্বাগ্রে আছে সেটি হল মোদির নেতৃত্বাধীন বিজেপি। এই কারণে মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশে শুরু হওয়া বিক্ষোভ এখনও জারি রয়েছে। মূলত হেফাজতে ইসলাম নামক অরাজনৈতিক ইসলামী সংগঠনের দ্বারা পরিচালিত এই আন্দোলনে এখনও পর্যন্ত ১৭ জন মুসলমানের প্রাণ গিয়েছে ফ্যাসিবাদী হাসিনার নিয়ন্ত্রণাধীন পুলিশের গুলিতে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে মোদি বিরোধী যে চেতনা কাজ করছে তা পাত্তা দিতে রাজি না হাসিনা সরকার। তাদের দাবি, ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার জন্য মোদির সফর, এক্ষেত্রে তাদের ব্যক্তি মোদি বা মুসলিম বিরোধী রাজনীতির হোতা মোদির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু একটি বিষয় এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যাতে দেখা যাচ্ছে মোদিকে খুশি করতে হাসিনা তার রাজনৈতিক ভাবধারার সমর্থন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে ঢাকার শাহজালাল বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর সময় বা মোদির সঙ্গে বাংলাদেশের শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা সব সময় হাসিনা যে শাড়ী পরিধান করেছিলেন তাতে বিজেপির রাজনৈতিক প্রতীক পদ্মের ছবি রয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন এটা কেন করলেন হাসিনা? স্বভাবত দেখা যায় কোনো রাষ্ট্রপ্রধান অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সামনে নিজের দেশের ইতিহাস ঐতিহ্য পরিচিতি বা সংস্কৃতির সঙ্গে যুক্ত কোনো চিহ্ন বা প্রতীক তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রে পদ্ম কেন ব্যবহার করলেন হাসিনা? বাংলাদেশের জাতীয় ফুল পদ্ম নয় তা হলো শাপলা ফুল। তিনি শাপলাকে উপস্থাপন করতে পারতেন। এর আগেও একবার হাসিনা তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের পতাকার ছবি সম্বলিত একটি শাড়ি পরিধান করে বিতর্কে এসেছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর