ইমরান খানের সরকার আবারও পাল্টি খেল দাউদ প্রসঙ্গে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200824-WA0012

এনবিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ:
আন্তর্জাতিক চাপে এবং ‘ধূসর’ তালিকায় নথিভুক্ত হয়ে পাকিস্তান চাপে পড়ে স্বীকার করে নেয় দাউদ ইব্রাহিম পাকিস্তানের করাচি তে গা ঢাকা দিয়ে আছে। সরকার দাউদ ইব্রাহিম, মামুদ আজহার, হাফিজ সাঈদ নামক কুখ্যাত সন্ত্রাসীবাদীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার এবং তাদের ব্যাঙ্ক একাউন্ট সিল করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি ভারত বারবার যে নথিসহ দাবি করে এসেছে ডন দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানে আছে তাও স্বীকার করে নেয় কিছুদিন আগে।

শনিবার তেমনই একটি বিজ্ঞপ্তিতে ইসলামাবাদ দাবি করে দাউদ সহ বাকি জঙ্গি সংগঠনের নেতাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে তারা। এই জঙ্গি নেতাদের নাম ও পরিচয় নিয়ে আলোচনা শুরুর পরেই মধ্যরাতে দাউদের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। পাকিস্তান সরকার অস্বীকার করে দাউদ পাকিস্তানে ও দাউদের গা ঢাকা দেওয়ার প্রসঙ্গে ৷

প্রশ্ন উঠছে তাহলে কি কেবল এফএটিএফ এর কাছে সাধু হওয়ার জন্যই কি এই বার্তা। আর সেটা সামনে এসেছে বলে দাবি অনেকের।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর