শাহিনবাগে গুলি চালানো গেরুয়া সন্ত্রাসবাদী কপিল গুর্যার যোগ দিল নাথুরাম গডসের অনুগামী সাধ্বী প্রজ্ঞার দল বিজেপিতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20201230_180231

সাইফুল্লা লস্কর : বিজেপিতে বিভিন্ন সময় যোগদান করতে দেখা গেছে বিভিন্ন গুরুতর ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি এমনকি সন্ত্রাসবাদের অভিযোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ও। সেই ধারাবাহিকতায় এবার বিজেপিতে যোগদান করল ফেব্রুয়ারি মাসে দিল্লির শাহীনবাগ এলাকায় বৈষম্যমূলক কানুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর নির্বিচারে গুলি চালানো কপিল গুর্যার। আজ উত্তর প্রদেশের গাজিয়াবাদে সে বিজেপিতে যোগদান।

২০২০ এর ১লা ফেব্রুয়ারি তারিখে এই গেরুয়া সন্ত্রাসবাদী দিল্লিতে শাহীনবাগ এলাকায় প্রতিবাদকারীদের উপর তিনবার গুলি চালায়। সে সময় সে চিৎকার করে বলতে থাকে, “আমাদের দেশে শুধুমাত্র হিন্দুরা ছাড়া আর কেউ থাকতে পারবে না।” পুলিশের সামনে গুলি চালানো সন্ত্রাসবাদীকে প্রথমে থামানোর চেষ্টা করেনি অমিত শাহ এর অধীন দিল্লি পুলিশ। গুলি চালানোর পরে যখন পুলিশ তাকে হেফাজতে নেয় তখন সে বারবার জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। প্রথমে দিল্লির বিজেপি নেতা মনোজ তেওয়ারি তাকে আম আদমি পার্টির সমর্থক বলে দাবি করলেও পরবর্তীতে তার সমর্থনে বহু মোদী ভক্ত কে সোচ্চার হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমগুলোতে ও। তাদের সমর্থন যে সঠিক ব্যক্তির দিকেই ছিল তা আজকে প্রমাণিত হল। বলছেন নেটিজেনরা।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর