লকডাউনের দিন কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত, গুরুতর আহত হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200820-WA0060

এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মামুদপুর-২ নম্বর অঞ্চলের রাউৎগ্রামের এক যুবককে কাঠ দিয়ে মারধরের অভিযোগ উঠল ওই এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। তিন যুবকরা হল তারক হালদার,লালন রায়,সাগর দাস । আহত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে মন্তেশ্বর থানায়।আহত ওই যুবককে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবক আশীস দাস জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠের কাজ করে বাড়ি ফেরার সময় ওই তিন যুবক তাকে নানা রকম কটুক্তি করে। তাদের কটূক্তির প্রতিবাদ জানালে তিনজনে মিলে তাকে ধরে কাঠ দিয়ে শরীরে ও মাথায় আঘাত করে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর