কার্যত লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত, দেখুন কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210613_202712

নিউজ ডেস্ক : দেশের অন্যান্য অংশের সনগে এ রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটা সন্তোষজনক অগ্রগতি লাভ করেছে। তবুও সতর্কতা অবলম্বন করে চলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজ নবান্ন সূত্রে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, কার্যত লক ডাউন আগামী ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জারি থাকবে। তবে এবারে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 

যেসব বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে সেগুলো হল :

 

সরকারি অফিস খোলা থাকবে ২৫ শতাংশ কর্মী নিয়ে।

 

বেসরকারি অফিস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে ২৫ শতাংশ কর্মী নিয়ে।

 

দোকান, বাজার, হাট ইত্যাদি খোলা রাখা যাবে সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত।

 

অন্যান্য দোকান খোলা থাকবে ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

 

রেস্টুরেন্ট, হোটেল পানশালা ইত্যাদি খোলা থাকবে ১২ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। তবে এক্ষেত্রে ৭০ শতাংশ উপভোক্ত থাকতে পারবে একই সময়ে।

 

ব্যাংক খোলা থাকবে ১০ টা থেকে ২ টা পর্যন্ত।

 

বেশ কিছু ব্যাপারে ছাড় দেওয়া হলেও বন্ধ থাকবে বাস পরিষেবা। ট্রেন চলাচল ও বন্ধ থাকবে। বন্ধ থাকছে মেট্রো পরিষেবা ও।

সিনেমা হল, স্পা, জিম বন্ধ থাকবে। অটো এবং ট্যাক্সি চলাচল জরুরিকালীন পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর