নিরাপত্তার সঙ্গে আপস করে ১ লক্ষ সেনা ছাঁটাই করবে মোদি সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210407_114549

নিউজ ডেস্ক : দেশের নিরাপত্তার সঙ্গে আপস করে কয়েক বছরের মধ্যেই ভারতীয় সেনাতে (Indian Army) এক লক্ষ ছাঁটাই হতে চলেছে মোদি সরকার। সম্ভাবনার কথা সাফ জানালেন চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিপিন জানান, নিজেকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। আর সেই কারণেই খরচ কমাতে আগামী কয়েক বছরে বাহিনীর সংখ্যা কমাতে চলেছে ভারতীয় সেনা। এই সঞ্চয়টি আগামিদিনে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন নতুন প্রযুক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে একসঙ্গে দুই রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে ভারতের প্রয়োজন বিশাল সেনাবাহিনী। কিন্তু এমন সেনা ছাঁটাই করলে কিভাবে ভারতীয় সেনাবাহিনী দুই রণাঙ্গন একই সঙ্গে সামলাতে পারবে সেটাই এখন বিশাল প্রশ্ন।

 

বর্তমানে ভারতের প্রায় ১.৪ মিলিয়ন সেনা রয়েছে। যদিও তা চিনের সেনার সংখ্যার চেয়ে কম। বিপিন রাওয়াত আরো জানান, ‘সেনাবাহিনীকে যুদ্ধ মোকাবিলায় প্রযুক্তির দিকে আরও নজর দিতে হবে। আগে প্রত্যন্ত এলাকায় বেস ডিপো না থাকায় সমস্যায় পড়তে হত সেনাদের কিন্তু নতুন পরিকাঠামোয় প্রযুক্তির সাহায্য় নিলে তা দূর করা যাবে।’ রাওয়াত কমিটিকে বলেন, “এইভাবে, আমরা সামনের কয়েক বছরে সেনার সংখ্যা এক লাখ করে কমিয়ে দেব। আসুন এই প্রযুক্তিকে নতুন প্রযুক্তিতে ব্যবহার করা যাক। আমাদের লক্ষ্য বাইরে থাকা সেনাবাহিনীর দিকে থাকবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর