“ঠিক যেন রক্ত গঙ্গা”-রহস্যময় লাল জল বইছে এই গ্রামে, কেন জানেন?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

96fcae1507d4c684fb38cd670c49f2f1d8d5775c4224d57f77c2094227e5bddc

সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবি দেখে যে কোনো মানুষেরই পিলে করে যাবে। ঠিক যেন রক্ত গঙ্গা। আর এই রক্ত গঙ্গার মধ্যেই মানুষ অনায়াসে যাতায়াত করছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জেংগট নামের একটি গ্রামে। প্রসঙ্গত, এই গ্রামটি বাটিকের পোশাক এবং মোমের উত্‍পাদন করার জন্য বিখ্যাত। তবে হঠাত্‍ করেই গ্রামটিতে বন্যার জল ঢুকে পরে। এর জেরে বেশ কয়েকটি বাটিকের দোকান ক্ষতিগ্রস্ত হয়। শনিবার টেক্সটাইলগুলিতে রাখা লাল রঙ বন্যার মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল রঙের জলের স্রোত বইতে থাকে গ্রামে। আর সেই ছবিই স্যোশাল মিডিয়ায় বিদ্যুত্‍ গতিতে ভাইরাল হয়ে যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর