নাসার মঙ্গল অভিযানের ভারতের সংস্পর্শ, পার্সিপিয়ারেন্স ল্যান্ডিং এ কৃতিত্ব ভারতীয় বংশোদ্ভূত স্বাতীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1613646762_untitled-design-1

বিশ্বে ভারতের জয়জয়কার এখন আকাশছোঁয়া! বিশ্বের প্রায় ১৫ টি দেশে দু’শোর বেশি উচ্চপদস্থ অধিকার করে রয়েছে ভারতীয় বংশোদ্ভূতরা। আমেরিকার উচ্চপদস্থদের মধ্যে কমলা হ্যারিস, ভ্যাবা লালের পরে ভারতীয়দের সম্মানীয় করতে এবার নাসার পাঠানো মঙ্গলের পার্সিপিয়ারেন্স ল্যান্ডিং-এ বিশেষ কৃতিত্ব অর্জন করল ভারতীয় বংশোদ্ভূত ডক্টর স্বাতী।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA র পাঠানো পার্সিপিয়েরেন্স মঙ্গলে সফল ল্যান্ডিং করেছে। প্রায় ৭ মাস আগে রোভার টি পৃথিবী কে লঞ্চ করেছিল। নাসার এই সফল ল্যান্ডিংয়ে আত্মহারা বিশ্ববাসী! যার মধ্যে ভারতীয়দের দেখা যায় প্রথম স্থানে। কারণ, নাসার পার্সিপিয়ারেন্স সাফল্য নিয়ে কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় বংশোদ্ভূত স্বাতী।

বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে রোভারটি ল্যান্ডিং
করে মঙ্গলের সবচেয়ে বিপদজনক স্থানে জেজোরা ক্রটাতে(এক সময় এখানে জল পাওয়া গিয়েছিল)। NASA র দাবি, সর্বপ্রথম এই রোভার টি মঙ্গলে সঠিকভাবে ল্যান্ডিংয়ে সফল হল। নাসা কর্তিক বলা হয়, রোভার টি মঙ্গলের মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর