নাটোরের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_853068512115493

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নাটোেরের বড়াইগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক মোহাঃ ইমদাদুল হক এই আদেশ দেন।

২০১৭সালে পারিবারিক ভিকটিম ফাতেমা খাতুনের বিয়ে হয় উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সাথে। বিয়ের এক মাসের মাথায় রুবেল হোসেন তার স্বী ফাতেমা খাতুনের কাছে ২লাখ টাকা যৌতুক দাবী করে শারীরিক ও মানিসক নির্যাতন করে। এরপর ২০১৭সালের ২৬সেপ্টেম্বর রুবেল হোেসন তার স্ত্রী ফাতেমা খাতুনেক শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।

এই ঘটনায় ফাতেমা খাতুনের বোন আকলিমা বেগম বাদী হয়ে ৪জনের বিরুেদ্ধ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসমী রুবেল হোসেনের বিরুেদ্ধ চার্জগঠন করে। এরপর দীর্ঘ শুনানী শেষ বিচারক আসামী রুবেল হোসেনর মৃত‌্যুদন্ড এবং একলাখ টাকা অর্থদেন্ড দন্ডিত করেন। পরে আসামী রুবেল হোসেনেক জেল হাজতে প্রেরন করা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর