আমেরিকা, চীন, রাশিয়া, ইরানের সেনাবাহিনীকে একত্রিত করে দিল পাকিস্তান!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

6th-multinational-maritime-exercise-aman-19-kicks-off-1549637279-3207

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বিশ্ব বেশ কয়েকটি শক্তিতে বিভক্ত। যে সমস্ত শক্তি গুলি একে অপরের বিরুদ্ধে পারস্পরিক সংঘর্ষমূলক অবস্থানে অটল থাকে। তাদেরকে একত্রিত করা একটা অতিদুরহ একটু কাজ। তবে সেই চিরশত্রুদের কে একে অপরের সঙ্গে মিলিয়ে দিল পাকিস্তান। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই শক্তিগুলো একত্রিত হলো কোনো কূটনৈতিক ফোরামে নয় বরং সামরিক মহড়া উপলক্ষ্যে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, উপসাগরীয় দেশ সমূহ, যুক্তরাজ্য সহ বহু আন্তর্জাতিক বিশ্বে পরস্পর বিরোধী অবস্থানে অবস্থান গ্রহণ করা অন্তত ৪৫ টি দেশ পাকিস্তানের উদ্যোগে আয়োজিত “আমন ২১” নৌ মহড়াতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করলো। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল শতাধিক দেশ।

এই নৌ মহড়াটি অনুষ্ঠিত হয় এই বছর ১১ ই ফেব্রুয়ারি থেকে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। নৌ মহড়াটি পাকিস্তান প্রতি দুই বছর অন্তর আয়োজন করছে ২০০৭ সাল থেকে। যদিও এই মহড়ার প্রথম সংস্করণে মাত্র তিনটি দেশ অংশগ্রহণ করেছিল কিন্তু ধীরে ধীরে এই নৌ মহড়া তে আন্তর্জাতিক নৌপরাশক্তিগুলো আগ্রহী হয়ে ওঠে। করাচিতে অনুষ্ঠিত হওয়া নৌ মহড়াটির গত সংস্করণে ২০১৯ সালে অংশগ্রহণ করেছিল ৪৬ টি দেশ এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল ১১৫ টি দেশ। এই বছর এই মহড়ার লোগো ছিল “টুগেদার ফর পিস” অর্থাৎ শান্তির স্বার্থে একত্রে। এর উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌশক্তি গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এই অঞ্চলে জলদস্যু, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সহ সমস্ত ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এই নৌ মহড়া আয়োজনের মাধ্যমে পাকিস্তান ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের আধিপত্য বৃদ্ধির প্রচেষ্টা করছে বলে ধারণা করছেন অনেক কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর