পুলিশ দিবসে রাজ্যে বড়সড় সাফল্য বারাসাত জেলা পুলিশের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200902-WA0014

এনবিটিভি ডেস্ক, ১লা সেপ্টেম্বর:বারাসাত জেলা পুলিশ আজ পাঁচটি আগ্নেয়াস্ত্র ,একাধিক বাইক ও মোবাইল উদ্ধার করে আটজন দুষ্কৃতী সহ।বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বিগত কয়েক মাস ধরেই তাদের কাছে খবর আসছে এলাকায় তোলাবাজি চলছে, বাইক- মোবাইল চুরি হচ্ছে। তারপর দীর্ঘ একসপ্তাহের অভিযান চালালেন তিনি। তারপরই বেশ কিছু দলের সন্ধান পাওয়া গেল। স্থানীয় পুলিশের তৎপরতায় এই সাফল্য বলে তিনি দাবি করেন।

বারাসাতের দত্তপুকুর থানা এলাকা থেকে পুলিশ আটজন দুষ্কৃতীকে গ্রেফতার করেন। এই আটজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা তোলাবাজি করত মাঝে মাঝেই। পুলিশ তাদের থেকে ২টি সেমি অটোমেটিক মেশিন সহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সতেরো রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছেন।

দেগঙ্গা থানা এলাকার পুলিশ ১৩টি বাইক সহ ৫ বাইক পাচারকারীকে গ্রেফতার করেছেন । অপরাধীরা দোষ স্বীকার করে নিয়েছে।

পুলিশ সুপার জানান তারা বেশ কিছু দলের সন্ধান পেয়েছেন যারা মোবাইল চুরি করেছে , বাইক চুরি করছে। আগামীদিনে তিনি জানান প্রায় ১৫০বাইক ও বেশ কিছু মোবাইল উদ্ধার করবেন। পুলিশ দিবসে এই সাফল্য বারাসাত কে গর্বিত করেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর