কোর্স শেষে ট্রেনিং না পাওয়ায় প্রতিবাদ পলিটেকনিক কলেজের ছাত্রদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210104-WA0023

এনবিটিভি: সরকারি পলিটেকনিক কলেজে তিন বছর পড়াশোনা করার পর এক বছর ট্রেনিং দেওয়ার কথা কিন্তু সেই ট্রেনিং না দেওয়ার প্রতিবাদে আসানসোল ধাদকা এলাকায় আসানসোল পলিটেকনিক কলেজের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা। তাদের দাবি যে সরকারি কলেজে তিন বছর পড়াশোনা করার পর কলেজ থেকে যে ট্রেনিং দেওয়ার কথা সেই ট্রেনিং আমাদের দেওয়া হচ্ছে না, যখনি আমরা এইচ আর ডি অফিসে যাচ্ছি সেখান থেকে বলা হয় যে কলেজ কর্তৃপক্ষর সাথে কথা বলতে কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে যে আমাদের হাতে কোনো দায়িত্ব নেই। পাশাপাশি বলে যে অন্য স্টেট এর ছেলেরা পেয়ে যাচ্ছে কিন্তু আমরা পায় নি। এত গুলো এইচ আর ডি সিটের মধ্যে আমরা ৪০ জন কেন জায়গা পাচ্ছি না। এক ছাত্ৰ জানান যে যদি বাংলা কে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলার মানুষদের কাজ করতে হবে যদি এই ভাবে আমাদের ট্রেনিং না দেয় তাহলে বাংলা কে সোনার বাংলা, এগিয়ে বাংলা করা সম্ভব কি করে। তাই আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর