তৃণমূলে বিজেপির রাজ্য তফসিলি মোর্চার সভাপতি, বললেন,টাকার বিনিময়ে পদ দিতেন মুকুল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

TMC-Joining

নিউজ ডেস্ক : রবিবাসরীয় সকালে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে এসেই ঝাঁঝাল আক্রমণ শানালেন দীপক রায়। রাজ্য বিজেপি–র তফসিলি মোর্চার সহ–সভাপতি ছিলেন তিনি। এদিন তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত ধরে যোগদান করেন তিনি। তার পরই প্রাক্তণ তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দীপক। বলেন, মমতা ব্যানার্জি বিশ্বাস করেই দলের সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন মুকুল রায়ের ওপর। তিনি ওই পদের অপব্যবহার করেছেন। অর্থের বিনিময় নিজের পছন্দের লোকেদের হাতে পদ তুলে দিতেন মুকুল, অভিযোগ করেছেন তিনি। 

দীপকের পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন সুব্রত রায় নামে আরও এক বিজেপি নেতা।  বিজেপি-র তফসিলি মোর্চার রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি। কেন দলবদল, সেই প্রসঙ্গে দীপক রায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌কলুষিত হয়ে গেছে বিজেপি। খোলা বাতাসে দম নিতেই তৃমমূলে এসেছি। মমতা ব্যানার্জি শুধু বাংলার নয়, গোটা বাঙালি সমাজের গর্ব। বাঙালি হিসেবে তাঁর হাত শক্ত করতেই তৃণমূলে আসা।’

বিজেপিতে যে ধীরে ধীরে পুরাতন আর নতুনের দ্বন্দ্ব তীব্র হচ্ছে সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলীতে তা সুস্পষ্ট ভাবে ধরা পড়েছে। বিজেপি থেকে অনেকে তৃণমূলের পথে গড়ছেন শুধু এই অভিযোগেই যে, যাদের কারণে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এখন তারাই আবার বিজেপির একেবারে সামনের শরীরে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। তবে এই পরিস্থিতিতে বেশ কিছু নেতা মন্ত্রী হারিয়ে মনোবল কিছুটা হারিয়ে ফেলা তৃণমূল কংগ্রেস আবার নয়া উদ্যমে এগিয়ে যাচ্ছে বিধান সভা নির্বাচন জয়ের পথে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর