বাহারাইনে ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জনতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Palestinians gather to commemorate the second intifada and to protest the Israeli normalisation deals with the United Arab Emirates and Bahrain, in Ramallah, in the occupied West Bank on September 28, 2020. - The second intifada lasted five years, during which attacks were carried out in Israel, the Gaza Strip and the West Bank. In response Israel reoccupied much of the West Bank and began building a separation barrier between the two communities that in places cuts deep into occupied territory. (Photo by ABBAS MOMANI / AFP) (Photo by ABBAS MOMANI/AFP via Getty Images)
Palestinians gather to commemorate the second intifada and to protest the Israeli normalisation deals with the United Arab Emirates and Bahrain, in Ramallah, in the occupied West Bank on September 28, 2020. - The second intifada lasted five years, during which attacks were carried out in Israel, the Gaza Strip and the West Bank. In response Israel reoccupied much of the West Bank and began building a separation barrier between the two communities that in places cuts deep into occupied territory. (Photo by ABBAS MOMANI / AFP) (Photo by ABBAS MOMANI/AFP via Getty Images)

নিউজ টুডে : আরব রাষ্ট্র বাহরাইনে ইহুদি রাষ্ট্র ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করাকে মেনে নিতে পারেনি সে দেশের জনগণ। শুক্রবার সারাদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে তারা। হাতে ব্যানার-ফেস্টুনধারী বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ,”দখলদার ইসরাইল তোমার কোন ঠাই নেই আমাদের দেশে। আমরা তোমাকে বহিষ্কার করব।”

গত সেপ্টেম্বর মাসে ইসরাইলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করে তেল আবিব। যদিও গত সেপ্টেম্বর মাসে ইসরাইলের সাথে বাহারাইন আনুষ্ঠানিক ভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করে, তবে কয়েক দশক আগে থেকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছে ইসরাইল।

এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোষ্টে বলা হয়েছে, ইটার ট্যাগনার নামক এক ব্যক্তিকে চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে, তিনি ইতিমধ্যেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর এরপর থেকেই শুরু হয়েছে এই প্রতিবাদ বিক্ষোভ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর