শীতে জবুথবু বাংলাদেশের উত্তরাঞ্চলের জনজীবন,দেখা দিচ্ছে ঠান্ডাজনীত রোগ, দূর্ভোগে নিম্ন আয়ের মানুষজন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210117-WA0014

সাকিব হাসান চৌধুরী, রংপুর: বাংলাদেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এই অঞ্চলের জন জীবন। খেটে খাওয়া সাধারন মানুষরা পড়েছেন চরম বিপাকে। বেলা করে সূর্যেও দেখা মিললেও কমে না শীতের তীব্রতা। ঠান্ডা আর ঘন কুয়াশার ফলে দিন মজুর ও খেটে খাটা মানুষরা পড়েছেন বিপাকে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মাঠে ঘাটে জন সমাগম কম হওয়ায় কর্ম সংকটে পড়েছেন দিন মজুররা, বেচাকেনা কমে গেছে হোটেল রেস্তোরাসহ দোকানপাট গুলোতে।

জেলার শহর অঞ্চলসহ নদী তীরবর্তী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিন-রাত কুয়াশায় ঢেকে থাকছে চারিপাশ। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। দিনের বেলাও গাড়ির হেড লাইট জালিয়ে চলতে হয়।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে আগামীতে আবার শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর