পাথর দিয়ে তৈরি হবে রাম মন্দির, পাথরের সেই মন্দির টিকে থাকবে ১ হাজার বছর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200820-WA0088

এনবিটিভি ডেস্ক: স্রেফ পাথর দিয়েই তৈরি হবে অযোধ্যার রাম মন্দির। থাকবে না কোনও লোহা। পাথরের সেই মন্দির টিকে থাকবে ১ হাজার বছর। বুধবার এমনই জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই।

৩৬ থেকে ৪০ মাসের সম্পূর্ণ তৈরি হয়ে যাবে রাম মন্দির। মন্দির তৈরিতে প্রয়োজন পড়বে ১০ হাজার তামার রডের। তাই তামার রড দিয়ে আম জনতাকে মন্দির নির্মাণে সাহায্য করার আহ্বান জানিয়েছেন চম্পত।

তাঁর কথা অনুযায়ী রোদ-জল খেয়েও ১ হাজার বছর অক্ষত থাকবে পাথরের তৈরি রাম মন্দির। মন্দির নির্মাণের আগে মাটি পরীক্ষা করবেন আইআইটি চেন্নাইয়ের বিশেষজ্ঞরা।

এছাড়ও মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত থাকবে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। তবে মন্দিরের নির্মাণ প্রক্রিয়ার সম্পূর্ণ তত্ত্বাবধান করবে লরসেন অ্যান্ড টুবরো।

মন্দিরে পাথরের দেওয়ালের নকশা এখনও ঠিক করা হয়নি। তবে আপাতত রাম মন্দির নির্মাণে “দেশের অবদান” স্বরূপ গ্রাম, মন্দির, মহল্লার নামে তামার রড পাঠানোর আর্জি জানিয়েছেন চম্পত রাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর