রামের জন্ম কি নদীর মধ্যে! নিচে নদীর স্রোতের কারণে রাম মন্দির নির্মাণ প্ৰায় অসম্ভব, আইআইটি গুলোর কাছে সাহায্যের প্রার্থনা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

hindustan-installed-november-november-ludhiana-visitors-harsimar_2dcdedc2-4a59-11eb-b097-bed98ba4ca79

নিউজ ডেস্ক : ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসকে বিবেচনা করেই সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণের আদেশ দেয়। কিন্তু সেই আদেশ আসলে কোন বিশ্বাসের উপর দেয়া হয়েছিল তা নিয়ে উঠল বিরাট প্রশ্ন। ভারতের হিন্দুরা বিশ্বাস করে বাবরি মসজিদের স্থানে জন্ম হয়েছিল তাদের ভগবান রামের অথচ রাম মন্দির স্থাপন করতে গিয়ে নির্মাণকারী ট্রাস্ট সন্ধান পেয়েছে বহু পুরানো এক নদীর স্রোতের। প্রশ্ন উঠছে তাহলে রামের জন্ম কি সেই নদীর বুকে হয়েছিল! রাম মন্দির নির্মাণ ট্রাস্টের তরফ থেকে বলা হয়েছে এই স্থানে মন্দির নির্মাণ খুব কঠিন কাজ। তাদের তরফ থেকে ভারতবর্ষের আইআইটি গুলোর কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।

পূর্বে রাম মন্দির নির্মাণ ট্রাস্ট এর তরফ থেকে নির্মাণকার্য শুরু করার পূর্বেই বলা হয়েছিল মন্দিরটি হবে এক বিস্ময়ের মতো। এটির ঘণ্টাধ্বনি আওয়াজ শোনা যাবে বহু কিলোমিটার দূর থেকে। এটি ক্ষতিগ্রস্ত হবে না’
রিখটার স্কেলে ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প হলেও। ঝড়ঝঞ্ঝা জন্য কিছুই করতে পারবে না এই স্থাপত্যের। তবে নির্মাণকার্য শুরু করার পরে তারা মাটির নিচে বীম স্থাপন করে যে পরীক্ষা চালিয়েছিলেন তাতে তারা প্রত্যাশিত ফলাফল পাননি। এখন আইআইটি গুলোকে নতুন পরিকল্পনা সহ নকশা পাঠাতে বলা হয়েছে ট্রাস্ট এর তরফ থেকে। মন্দিরের নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে টাটা গোষ্ঠী এবং লার্সেন ও টুব্রো নামক সংস্থাটি। মোদী নিজে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভূমি পূজার মাধ্যমে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর