রাতাবাড়ী PMGSY রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি প্রতিবাদে রাতাবাড়ীর বিভিন্ন সংগঠন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200921-WA0028

এনবিটিভি ডেস্ক: সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু সহ বিভিন্ন সংগঠন কে স্থানীয় জনগণ অভিযোগ করেন যে রাতাবাড়ী PMGSY রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে রবিবার আমসু সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সহ সাংবাদিকদের নিয়ে আনিপুর NEC রোড টু আন্দর পার রাস্তা পরিদর্শন করেন৷ ওনারা সংবাদ মাধ্যমকে বলেন রাস্তার দৈর্ঘ 2400. meters. টাকা হচ্ছে -3,15,45,624,00

রাস্তায় একটি ব্রিজে-1,52,25,000 টাকা
ব্রিজ ছাড়া 2400.m রাস্তা সহ 7 টি হোম পাইপ এবং 4টি কালপাডের মোঠ টাকা
1,65,20,000 টাকা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সমস্ত রাস্তায় একটি কোনো কালপাড এবং কোনো হোমপাইপ বসানো হয় নেই ৷ 24,00 মিটার রাস্তায় সামান্য কিছু অসম্পূর্ণ কাজ করে 1,53,00000 টাকা ড্র করা হয়েছে। ফলে স্থানীয় জনগণের মধ্যেএক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে ।

সংগঠনের কর্মকর্তারা বিভাগীয় উর্ধ্বতম কর্তৃপক্ষের নিকট শীঘ্রই উপযুক্ত তদন্তের দাবি জানান। সেদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন- করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হাই। আনিপুর আঞ্চলিক আমসুর সভাপতি সামিমুল হক । রাতাবাড়ী NSUI র সভাপতি আবুল কালাম আজাদ ।
ভেটারবন্দ আঞ্চলিক আমসুর সভাপতি বুরহান উদ্দিন । সহ সভাপতি কমরুল হক । আনিপুর আঞ্চলিক আমসুর সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ।রাতাবাড়ী UDSF এর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ সহ প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর